বায়ার্ন কখনই এত খরচ করত না রোনাল্ডোর জন্য, বলেছেন রুমেনিগে। ছবি টুইটারের সৌজন্যে।
ইতালির জুভেন্তাস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নেওয়ায় অবাক জার্মানির প্রাক্তন ফুটবলার কার্ল হেইঞ্জ রুমেনিগে। এখন বায়ার্ন মিউনিখের সিইও তিনি। তাঁর মতে, ৩৩ বছর বয়সি কোনও ফুটবলারের জন্য বায়ার্ন কখনই এত খরচ করবে না!
প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদ থেকে সিআর সেভেনকে নিতে ভারতীয় মুদ্রায় ৯৫৭ কোটি টাকা খরচ করেছে জুভেন্তাস। চার বছরের চুক্তি। প্রত্যেক বছর রোনাল্ডো পাবেন ২৪২ কোটি টাকা। লা লিগায় নয় বছর খেলার পর রোনাল্ডো তাই এখন সিরি আ-র চ্যালেঞ্জ নিতে চলেছেন।
এই বিপুল অঙ্কের চুক্তিতেই অবাক হয়েছেন রুমেনিগে। তিনি বলেছেন, “আমরা, বায়ার্ন মিউনিখে কোনও ৩৩ বছর বয়সির জন্য এত খরচ করতাম না। এই ট্রান্সফারের নেপথ্যে মার্কেটিংয়ের বড় ভূমিকা রয়েছে। এই চুক্তিই এখনও পর্যন্ত দলবদলের বাজারে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। তার কারণও বুঝতে পারছি। রোনাল্ডো গত কয়েক বছরে রিয়ালের হয়ে সবকিছু জিতেছে। পাঁচ বার বিশ্বের সেরা ফুটবলার হয়েছে। ও একজন গ্রেট ফুটবলারও। তবে তা সত্ত্বেও আমি অবাক হয়েছি।”
জুভেন্তাসের অনুশীলনে রোনাল্ডো। ছবি টুইটারের সৌজন্যে।
ইতালীয় ফুটবলকে প্রচারের আলোয় আনতেই যে রোনাল্ডোকে আনা, সেটাও জানিয়েছেন রুমেনিগে। বলেছেন, “জুভেন্তাসের দৃষ্টিকোণে রোনাল্ডোকে আনার যৌক্তিকতা রয়েছে। ইতালির ফুটবল কিছুটা পিছিয়ে পড়েছিল। এই বিশাল পরিমাণ চুক্তির ফলে বিশ্ব ফুটবলের নজর ফের কাড়তে পারবে বলে আশা করছে জুভেন্তাস।”
রুমেনিগে যতই বয়সের কথা তুলুন, রোনাল্ডো তুরিনে পা রেখেই বয়সকে পাত্তা না দেওয়ার বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, তাঁর মতো বয়সে ফুটবলাররা চিনে খেলতে যান। কিন্তু, তিনি ইতালিতে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখিয়েছেন। ডাক্তারি পরীক্ষাতে আবার তাঁর শরীর অনেক কম বয়সির মতোই শক্তিশালী বলে ধরা পড়েছে। জুভেন্তাসের হয়ে নতুন মরসুমের জন্য অনুশীলনেও নেমে পড়েছেন রোনাল্ডো।
দেখুন জুভেন্তাসে দিবালার সঙ্গে রোনাল্ডোর অনুশীলনের ভিডিয়ো
Just Cristiano Ronaldo and Paulo Dybala training together 🔥 pic.twitter.com/5UtIMOTvdb
— ESPN UK (@ESPNUK) August 3, 2018
আরও পড়ুন: মার্সেলোর জন্য চাপ রোনাল্ডোর
আরও পড়ুন: ইংল্যান্ডে টি-টোয়েন্টিতে ৬০ বলে শতরান এই ভারতীয় ক্রিকেটারের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy