প্রথম ম্যাচে গোল পাননি। দ্বিতীয় ম্যাচে পাঁচ গোল করে ফুটসলের মঞ্চ মাতিয়ে দিলেন রোনাল্ডিনহো। রবিবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই
অবশেষে প্রিমিয়ার ফুটসল লিগের আসরে ফুল হয়ে ফুটলেন রোনাল্ডিনহো গাউচো। আর তার পর, ম্যাচ এরিনা থেকেই ব্রাজিলীয় কিংবদন্তি ভক্তদের কাছে জানতে চাইলেন, তাঁর ফুটবল বিনোদন চেটেপুটে উপভোগ করা গিয়েছে কি না!
স্বপ্নের নায়ককে স্বমিহমায় পেয়ে ধেয়ে এল মিডিয়ার প্রশ্ন। উঠল মেসি-নেইমার প্রসঙ্গও। যা শুনে ব্রাজিলীয় মহাতারকার উত্তর, ‘‘আমি যখন বার্সেলোনায় সিনিয়র তখন মেসি এসেছিল। ওকে আগলে রাখতাম। এখন মেসি ঠিক সেটাই করছে নেইমারের সঙ্গে।’’
ব্রাজিলের জার্সি গায়ে ১৪৫ ম্যাচে সত্তর গোলের মালিক শুনিয়েছেন এগারো বছর আগে তাঁর জীবনের স্মরণীয় এল ক্লাসিকো মুহূর্ত। যেখানে রিয়ালের ঘরের মাঠে ৩-০ জিতে ফেরার পর দর্শকরা উঠে দাঁড়িয়েছিলেন তাঁর জন্য। বললেন, ‘‘খুব কম বার্সা ফুটবলারই এই সম্মান পেয়েছেন। আমার আগে যা পেয়েছিলেন মারাদোনা।’’
প্রথম ম্যাচে কলকাতার কাছে ২-৪ হারের পরে ভক্তরা যে কিছুটা হলেও বিমর্ষ হয়ে পড়েছে তা হয়তো বুঝতে পেরেছিলেন রোনাল্ডিনহো। ফুটসল লিগের চেন্নাই পর্বে রবিবারই ছিল শেষ ম্যাচ। যে ম্যাচে রোনাল্ডিনহোর গোয়া ফাইভস এ দিন মুখোমুখি হয়েছিল পল স্কোলসের বেঙ্গালুরুর। ম্যাচের পুরোটাই অবশ্য রোনাল্ডিনহো শো। তাঁর সেই ট্রেডমার্ক ড্রিবল এবং সূক্ষ্ম পায়ের কাজের সৌজন্যে গোয়া জিতল ৭-২। ব্রাজিলীয় মহাতারকা একাই করলেন পাঁচ গোল। ম্যাচে গোলের খাতা তিনি খুললেও এর পরেই ১-২ পিছিয়ে যাওয়া। আর তার পর ফুটসলের আসরে সাম্বার ঝলক দর্শকরা উপভোগ করল তারিয়ে তারিয়ে।
খেলা শেষে গ্যালারির দিকে দু’হাত প্রসারিত করে ভারতীয় অনুরাগীদের রোনাল্ডিনহোর জি়জ্ঞাসা, ‘‘হ্যালো ইন্ডিয়া! আর ইউ এন্টারটেইনড?’’ শুনে উল্লাসের স্রোত বয়ে যায় গ্যালারিতে। রবিবার জিতে বি গ্রুপে কলকাতার পরেই দ্বিতীয় স্থানে রইল গোয়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy