Advertisement
০৯ নভেম্বর ২০২৪

রোহিত রোশনাইয়ে প্রথম জয় পেল মুম্বই

দল হারলেও এ বারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে এলেন কোহালি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ০৪:৪৪
Share: Save:

উল্টো দিকে একের পর এক উইকেট পড়ছে। আস্কিং রেট ক্রমশ বেড়ে যাচ্ছে। সেই অবস্থায় একা লড়াই করে গেলেও দলকে জেতাতে পারলেন না বিরাট কোহালি। মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে রান পেলেন দুই অধিনায়কই। কিন্তু কোহালিকে হারিয়ে শেষ হাসি হাসলেন রোহিত শর্মা।

মঙ্গলবার ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে রোহিতের ৯৪ রানের সৌজন্যে মুম্বই তোলে ছ’উইকেটে ২১৩। যার জবাবে আরসিবি ২০ ওভারে থেমে যায় ১৬৭-৮ স্কোরে। কোহালি অপরাজিত থাকেন ৯২ রানে। আরসিবিকে ৪৬ রানে হারিয়ে এ বারের আইপিএলে প্রথম জয় পেল মুম্বই।

দল হারলেও এ বারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে এলেন কোহালি। ম্যাচের শেষে কমলা টুপি নেওয়ার সময় আরসিবি অধিনায়ক বলেন, ‘‘আমি এখন এই টুপিটা পরতে চাই না। আমরা ম্যাচটা ছুড়ে দিয়ে এলাম। কয়েকটা বড় রানের জুটি গড়তে পারলে ফল অন্য রকম হতে পারত।’’ রোহিতের মন্তব্য, ‘‘প্রথম ছয় ওভারে বোলাররা কিছুটা সাহায্য পেয়েছিল। উমেশ যাদব খুব ভাল জায়গায় বলটা রাখছিল।’’

ম্যাচের শুরুতে প্রথম দুই বলে মুম্বইয়ের দুই ব্যাটসম্যানের স্টাম্প ছিটকে দেন উমেশ। তাঁর দুই শিকার— সূর্যকুমার যাদব এবং ঈশান কিসান। রোহিত এসে হ্যাটট্রিক বাঁচান। উমেশের আগুনে স্পেল সামলে মুম্বইকে লড়াইয়ে ফেরান রোহিত এবং এভিন লুইস। শূন্য রানে দুই উইকেট পড়ে যাওয়ার পরে এভিন-রোহিত জুটি ৬৬ বলে তোলে ১০৮ রান। ৪২ বলে ৬৫ রান করেন লুইস।

লুইস শুরু করেছিলেন। শেষটা করলেন রোহিত। শেষ ওভারে রোহিত যখন আউট হলেন, মুম্বই অধিনায়কের রান ৫২ বলে ৯৪। মারেন ১০টি চার, পাঁচটি ছয়। উল্টো দিকে ওপেন করতে নেমে কোহালি করলেন ৬২ বলে ৯২। মারলেন সাতটি চার, চারটি ছয়।

এরই মধ্যে মুম্বই ইনিংসের শেষ দিকে হার্দিক পাণ্ড্যকে ঘিরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। ক্রিস ওক্‌সের করা ১৯তম ওভারে হার্দিককে কট বিহাইন্ড দেন আম্পায়ার। কিন্তু কোনও ফিল্ডার বা বোলার আবেদন করেননি। হার্দিক অবশ্য সঙ্গে সঙ্গে ডিআরএসের সাহায্য নেন। এবং, তৃতীয় আম্পায়ার নট আউট দেন। যার পরে কিছুটা উত্তেজিত কোহালিকে দেখা যায় আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। মুম্বইয়ের জয়ের মাঝে কাঁটা হয়ে থাকল ঈশান কিসানের চোট। কিপিং করার সময় হার্দিকের ছোড়া বলে চোখের উপরে চোট পান তিনি। ঈশানকে তার পরে মাঠ ছেড়ে উঠে যেতে হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE