Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Roger Federer

ছিটকে গিয়ে চোটকে দায়ী করলেন ফেডেরার

ম্যাচ হেরে কিংবদন্তি ফেডেরার বলেন, “কোনও টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যদি কোনও খেলোয়াড় চোট পেয়ে যায় তা হলে অনুশীলনে ঠিক মতো ফোকাস করা সম্ভব হয় না। আমার ক্ষেত্রেও একই জিনিই ঘটেছে।”

রজার ফেডেরার। ছবি: সংগৃহীত।

রজার ফেডেরার। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪১
Share: Save:

আর্জেন্তিনীয় প্রতিপক্ষ জুয়ান মার্টিন দেলপোত্রর কাছে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন রজার ফেডেরার। সঙ্গে অধরাই রয়ে গিয়েছে চলতি মরসুমে তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বপ্ন।

আরও পড়ুন: টসে হারা বিরাটকেই সিদ্ধান্ত নিতে বললেন ঘোষক! দেখুন ভিডিও

আরও পড়ুন: যে যে কারণে টি ২০ ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত ধোনির

ইউএস ওপেন থেকে বিদায়ের জন্য পিঠের চোটকে দায়ী করলেন কিংবদন্তি এই টেনিস খেলোয়াড়। এ দিন ম্যাচের শেষে ফেডেরার বলেন, “কোনও টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যদি কোনও খেলোয়াড় চোট পেয়ে যায় তা হলে অনুশীলনে ঠিক মতো ফোকাস করা সম্ভব হয় না। আমার ক্ষেত্রেও একই জিনিই ঘটেছে।” পর পর দু’টি পাঁচ সেটের ম্যাচ খেলার ফলে চোট আরও বেড়েছে বলে জানান ফেডেরার। তিনি বলেন, “প্রথম সেটে আমি খারাপ খেলিনি। কিন্তু আমি এতটাই দুর্বল ছিলাম নিজের সেরাটা দিতে পারিনি।”

তবে হারলেও দেলপোত্রর প্রসংসা শোনা যায় রজারের গলায়। তিনি জানান যোগ্য খেলোয়াড় হিসেবেই আজ জিতেছে দেলপোত্র।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE