Advertisement
০৪ নভেম্বর ২০২৪

টেকনিক্যাল কমিটির শীর্ষে সৌরভ, সরানো হল বিনি-শাস্ত্রীকে

বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির শীর্ষে আনা হল প্রাক্তন ভারত অধিনায়ক এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সোমবার ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব নেওয়া হয়। একই সঙ্গে নির্বাচকের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হল রজার বিনি এবং হান্সকে।

তিন কুশিলব: বিনি, সৌরভ এবং শাস্ত্রী।

তিন কুশিলব: বিনি, সৌরভ এবং শাস্ত্রী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৫ ১৩:৪৭
Share: Save:

বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির শীর্ষে আনা হল প্রাক্তন ভারত অধিনায়ক এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সোমবার ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব নেওয়া হয়। একই সঙ্গে নির্বাচকের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হল রজার বিনি এবং হান্সকে। তাঁদের জায়গায় নিয়ে আসা হল খোড়া এবং এমএসকে প্রসাদকে।

এ দিনের বৈঠকে আইপিএল চেয়ারম্যানের পদ থেকে রবি শাস্ত্রীকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআই সূত্রে খবর, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থ সংঘাতের কারণে বিনিকে দক্ষিণাঞ্চলের নির্বাচকের পদ থেকে সরানো হল। ছেলে স্টুয়ার্ট বিনি ভারতীয় দলের নিয়মিত সদস্য তাই সরানো হল রজার বিনিকে।

অন্য বিষয়গুলি:

roger binny selectors bcci removal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE