Advertisement
০৬ নভেম্বর ২০২৪

আইএসএলে কার্লোসের আমন্ত্রণ রোনাল্ডোকে

আইএসএলে ফুটবল বিশ্বের নামী তারকাদের উপস্থিতির তালিকায় এ বার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোর নামও উঠতে চলেছে!

বন্ধুর ডাকে ভারতে আসতে উৎসাহী ব্রাজিলীয় মহাতারকা।

বন্ধুর ডাকে ভারতে আসতে উৎসাহী ব্রাজিলীয় মহাতারকা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৫ ০২:৪০
Share: Save:

আইএসএলে ফুটবল বিশ্বের নামী তারকাদের উপস্থিতির তালিকায় এ বার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোর নামও উঠতে চলেছে!

পনেরোটি গোল করে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নাকি নিজের জাতীয় দলের এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন সতীর্থ রবর্তো কার্লোসের আমন্ত্রণে ভারতে আসতে আগ্রহী। দিল্লি ডায়নামোসের মার্কি ম্যানেজার ও ফুটবলার আইএসএলে তাঁদের একটি ম্যাচে বিশেষ অতিথি হিসেবে রোনাল্ডোকে আমন্ত্রণও করেছেন। মঙ্গলবার দিল্লি ও নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচে যেমন দর্শক হিসেবে থাকবেন তারকা ব্রিটিশ বক্সার আমির খান।

জানা গিয়েছে, ৩৯ বছরের বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার রোনাল্ডোর সঙ্গে কার্লোসের নিয়মিত ফোনে কথা হয়। দিল্লি ডায়মামোসের মিডিয়া ম্যানেজার বলেন, ‘‘রবার্তো কার্লোস আর রোনাল্ডো খুব ভাল বন্ধু। কার্লোস প্রতিদিনই রোনাল্ডোকে ফোন করেন আর ডায়নামোসের ম্যাচ দেখার আমন্ত্রণ জানান।’’ কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধু আমন্ত্রণ করলেও রোনাল্ডো নিজে ভারতে আসতে কতটা ইচ্ছুক? যার উত্তরে ডায়নামোসের মিডিয়া ম্যানেজার ইতিবাচক উত্তর দেন।

১৯৯৮-এ ফ্রান্সের কাছে ফাইনালে হারার চার বছর পর ফের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান দলের সদস্য কার্লোস আর রোনাল্ডো। তা ছাড়া রিয়াল মাদ্রিদের বিখ্যাত গ্যালাকটিকো স্কোয়াডেরও অন্যতম সদস্য ছিলেন দু’জন।

অন্য বিষয়গুলি:

Roberto Carlos isl Ronaldo Delhi Dynamos
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE