Advertisement
০৬ নভেম্বর ২০২৪
ফের ইঙ্গিত, দিল্লির হয়ে খেলতেও পারেন

ফুটবল ছাড়া বাঁচতে পারব না: কার্লোস

বিয়াল্লিশ বছরের শরীরটা এখনও মেদহীন, ঝরঝরে। তাই যখন বলেন, প্রয়োজনে আমিও মাঠে নেমে পড়তে পারি, তখন মনে হয় না, বাড়াবাড়ি করছেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০৫:০১
Share: Save:

বিয়াল্লিশ বছরের শরীরটা এখনও মেদহীন, ঝরঝরে। তাই যখন বলেন, প্রয়োজনে আমিও মাঠে নেমে পড়তে পারি, তখন মনে হয় না, বাড়াবাড়ি করছেন।

রবের্তো কার্লোস এখনও চনমনে। এখনও ফুটছেন।

গত বছরই আইএসএলের খেলা দেখেছেন। দেখেছেন জিকোর কোচিংও। আর সেটা দেখেই মনস্থির করে ফেলেছিলেন, সুযোগ পেলেই ভারতে আসবেন। তাই দিল্লি ডায়নামোজের প্রস্তাব পাওয়ার পরে আর দু’বার ভাবেননি।

‘‘ফুটবলই আমার জীবন। ফুটবল নিয়ে এখনও আমি স্বপ্ন দেখি। ফুটবল ছাড়া হয়তো আমি বাঁচতে পারব না,’’ বৃহস্পতিবার বলছিলেন কার্লোস। দিন দুয়েক হল দিল্লি এসে পৌঁছেছেন এই মার্কি ম্যানেজার। এসেই গিয়েছিলেন জওহরলাল স্টেডিয়ামের মাঠ দেখতে। রাজধানীর যানজট দেখে কার্লোস বিরক্ত হলেও সবুজ মাঠ দেখে তিনি মুগ্ধ। বললেন “ফুটবলের জন্য আদর্শ মাঠ।”

দিল্লিতে এসেই তিনি দলের ছেলেদের ভিডিও দেখে নিয়েছেন। শুভাশিস ও লেনকে তার মনে ধরেছে। বললেন “আমি চাই ভারতীয় ফুটবলাররা যেন শুধু খেলার জন্য না খেলে। চাই বিদেশিদের সঙ্গে যেন তারা পাল্লা দিয়ে লড়ে নিজেদের অস্তিত্বটা বুঝিয়ে দেয়। পাশাপাশি আমি চাই ভারতীয় ফুটবলের মানও যেন বাড়ে। চাই এ বারের লিগে শুরুটা ভাল করে শেষটাও ভাল করতে।”

এবং সেই লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনে তিনি মাঠে নামতেও প্রস্তুত, সেটা আরও একবার জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান মহাতারকা। ২০১২ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন তিনি। দিল্লি ডায়নামোজের দায়িত্ব নেওয়ার কুড়ি দিন আগেও ব্রাজিলের ক্লাব ফুটবলে খেলে দুটো গোল করেছেন। তাই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানালেন কার্লোস। ‘‘আমি এক জন পেশাদার। যে কোনও ভাবে দলকে সাহায্য করতে চাই। প্রয়োজন হলে বল পায়ে মাঠে নেমেও,’’ বলছেন বিশ্ব ফুটবলের ‘বুলেট ম্যান’।

অন্য বিষয়গুলি:

Roberto Carlos Anzhi Makhachkala ISL Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE