ভুল সিদ্ধান্ত নিয়ে ভোজেসকে আউট না দেওয়ায় অপরাধ বোধে ভুগছেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্টে রেকর্ড ব্রেকিং ইনিংস খেলে আউট হওয়ার পর তাঁর আউটের কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন অ্যাডাম ভোজেস। বলেছিলেন, ‘‘আম্পায়ার নো বল দেওয়ায় আমি বেঁচে যাই। আমি তো আউট ভেবে হাঁটা দিয়েছিলাম। কিন্তু তার পরই লক্ষ্য করি আম্পায়ার হাত তুলেছেন।’’ এটা না হলে এই ইনিংস খেলা হত না ভোজেসের। ভাঙা হত না সচিন তেন্ডুলকরের আউট না হয়ে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডও। ভোজেসের তো আনন্দের দিন। যখন আউট হয়েছিলেন তখন ৭ রানে ব্যাট করছিলেন ভোজেস। কিন্তু উল্টো দিকে রীতিমতো হতাশ ভোজেসকে আউট না দেওয়া আম্পায়ার রিচার্ড। যদিও নিউজিল্যান্ড দল তাঁর দিকে আঙুল তোলেননি। বরং ম্যাকালাম রিচার্ডের পাশেই দাঁড়িয়েছেন। এবং ভোজেসকে শুভেচ্ছা জানিয়েছে এই কারণে যে এরকম সুযোগ এইভাবে কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।
ম্যাচ রেফারি ক্রিস ব্রডই রিচার্ডের সিদ্ধান্তের কথা বলতে গিয়ে তাঁর মানসিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘দূর্ভাগ্যজনক। রিচার্ড যখন বুঝতে পারে বলটা নো বল ছিল না তার পর থেকেই ও ভেঙে পরে আর হতাশায় ডুবে যায়। এটা ঠিক নিজের সিদ্ধান্ত ভুল হলে সেটা খুব লজ্জাজনক হয়। তবে ভুল মানুষ মাত্রই হয়। তবে একবার সিদ্ধান্ত দিয়ে দেওয়ার পর তা ফিরিয়ে নেওয়া যায় না। তবে এরকম মানসিক অবস্থা থেকে বেড়িয়ে আসতে হয় আম্পায়ারদের।’’
ঘটনাটি ঘটেছিল প্রথম দিনের শেষ ওভারে। যার ফলে সেই ওভারের রিপ্লেও দেখানো হয়নি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। যে কারণে নিউজিল্যান্ড ক্রিকেটাররাও প্রতিবাদ করতে পারেননি। তবে নিউজিল্যান্ড কোচ মাইক হেসন, এই নো বল নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু সেটা নিয়ে বেশি না ভেবে খেলায় মন দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল কিউইদের।
আরও খবর
সচিনের রেকর্ড ভেঙে শেষ পর্যন্ত আউট হলেন ভোজেস
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy