Records made by Indian Cricket Team post Sri Lanka series dgtl
India Vs Sri Lanka
শ্রীলঙ্কা সফরে যে রেকর্ডগুলি গড়ল কোহালি অ্যান্ড কোং
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে বহু রেকর্ড গড়েছে ভারত। রেকর্ড গড়ার দিকে পিছিয়ে নেই অধিনায়ক বিরাট কোহালিও। গড়েছেন বহু রেকর্ড। এক ঝলকে দেখে নেওয়া যাক কোহালি অ্যান্ড কোং-এর কিছু রেকর্ড।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
টি ২০ ক্রিকেটে রান তাড়া করতে নেমে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন কোহালি। রান তাড়া করতে নেমে কোহালির সংগ্রহ ১০১৬। টপকালেন ব্রেন্ডন ম্যাকালামের রেকর্ড।
০২০৬
গত ১০টি সফল টি ২০ ম্যাচে রান তাড়া করার ক্ষেত্রে কোহালির গড় ৯৯.৯৬।
০৩০৬
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে শ্রীলঙ্কাকে প্রতিটি ফর্ম্যাটে হোয়াইটওয়াশ করেছে ভারত। টেস্ট, ওয়ান ডে, টি ২০ ফর্ম্যাটর প্রতিটি ম্যাচ মিলিয়ে ভারতের পক্ষে খেলার ফল ৯-০। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ছাড়া এই রেকর্ড আর কারও নেই।
০৪০৬
সব ধরনের টি২০-তে বিরাট কোহালির রান ৬৯০৭। তিনি টপকালেন সুরেশ রায়নাকে। বিশ্বে এই মুহূর্তে তিনি ৮ নম্বর।
০৫০৬
টি ২০ কেরিয়ারে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট চারটি অর্ধশতরান করেছেন বিরাট কোহালি। যার মধ্যে একটি এই সফরেই। বিশ্বে আর কারও এই রেকর্ড নেই।
০৬০৬
এই প্রখম টেস্ট, ওয়ান ডে, টি ২০ সব ফর্ম্যাটে কোনও দলকে তাদের দেশে গিয়ে হোয়াইটওয়াশ করল ভারত।