Advertisement
০৪ নভেম্বর ২০২৪

রিয়ালের কাঁটা হামেজ রদ্রিগেজ

রিয়াল মাদ্রিদ টানা দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও এ বার অধিকাংশ সময় রিজার্ভে বসেই কাটাতে হয় হামেজকে। মরসুমের মধ্যে বহু বার হামেজ বলেছেন ক্লাব ছাড়বেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০৫:০৫
Share: Save:

রিয়াল মাদ্রিদের উৎসবের মধ্যে কাঁটা হামেজ রদ্রিগেজের ভবিষ্যৎ।

রিয়াল মাদ্রিদ টানা দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও এ বার অধিকাংশ সময় রিজার্ভে বসেই কাটাতে হয় হামেজকে। মরসুমের মধ্যে বহু বার হামেজ বলেছেন ক্লাব ছাড়বেন তিনি।

কলম্বিয়ান মহাতারকাকে ক্লাব রাখতে চান রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে তিনি জানিয়ে দিলেন হামেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জিনেদিন জিদান। ‘‘আমি চাইলে সবাই থাকবে এই ক্লাবে। কিন্তু এটা জিদানের দল। তাই ম্যানেজার সিদ্ধান্ত নেবে হামেজ থাকবে কি না,’’ বলছেন পেরেজ। কয়েক দিনের মধ্যেই জিদানের সঙ্গে বৈঠক করবেন পেরেজ। কোন ফুটবলারকে জিদান রাখতে চান দলে সেটা নিয়েই আলোচনা করবেন পেরেজ। ‘‘হামেজ দুর্দান্ত ফুটবলার। কিন্তু জিদানের সঙ্গে আলোচনা করেই বুঝতে পারব কাকে ও রাখতে চায় দলে,’’ বলছেন পেরেজ।

দু’মরসুম আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড গোলকিপার দাভিদ দ্য হিয়াকে পাখির চোখ করলেও শেষমেশ হতাশা জুটেছিল পেরেজের কপালে। এ বারও কি দ্য হিয়াকে সই করতে প্রস্তাব দেবেন? পেরেজ বলছেন, ‘‘আমি জ্যোতিষী না।’’

আরও পড়ুন: আরও এক বার ইউরোপ সেরা মেসি

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE