মহড়া: এল ক্লাসিকোর প্রস্তুতি তুঙ্গে বার্সেলোনার। বুধবার অনুশীলনে ব্যস্ত দলের দুই নির্ভরযোগ্য তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস। ছবি: টুইটার
লা লিগায় এল ক্লাসিকোর চার দিন আগে দুই শিবিরে দু’রকম ছবি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোটকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে রিয়াল মাদ্রিদে। স্বস্তির আবহ বার্সেলোনা অন্দরমহলে। মাংসপেশির চোটের জন্য বুধবারও দলের সঙ্গে অনুশীলন করেননি সি আর সেভেন। টানা দু’দিন অনুশীলন না করায় এল ক্লাসিকোয় তাঁর নিয়ে সংশয় বাড়ছে। বার্সেলোনার অন্যতম তারকা ইভান রাকিতিচ অবশ্য রোনাল্ডো নন, বেশি চিন্তিত সের্জিও র্যামোস-কে নিয়ে!
রাকিতিচের কাছে জানতে চাওয়া হয়েছিল, একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে রিয়ালের কোন ফুটবলারের বিরুদ্ধে তিনি খেলতে চান না? বার্সেলোনা তারকার জবাব, ‘‘রিয়ালের রক্ষণে একাধিক শক্তিশালী ফুটবলার রয়েছে। কিন্তু আমি একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে র্যামোসকে এড়াতে চাই। ওর প্রচুর অভিজ্ঞতা। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কী ভাবে খেলতে হয় খুব ভাল জানে। তা ছাড়া র্যামোস রিয়ালের অধিনায়কও।’’
বার্সেলোনা মাঝমাঠে বিপক্ষের আক্রমণ থামানোর দায়িত্ব মূলত রাকিতিচের উপরেই থাকে। শনিবারের ম্যাচে তিনি কাকে নিয়ে বেশি চিন্তিত? রাকিতিচ বলেছেন, ‘‘গ্যারেথ বেল। ও প্রচণ্ড গতিতে বল নিয়ে বিপক্ষের গোলের দিকে এগিয়ে যায়। ওর বিরুদ্ধে খেলাটা সব সময়ই কঠিন।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমাদের এবং রিয়ালের আক্রমণের স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা। তাই বলা এটা বলা একটু কঠিন। রিয়াল প্রচুর জায়গা তৈরি করে খেলে। তাই ওদের আটকানোর কাজটা সহজ নয়।’’
এল ক্লাসিকোয় শনিবার ক্রোয়েশিয়া জাতীয় দলের তিন তারকাকে হয়তো খেলতে দেখা যাবে। বার্সেলোনার জার্সিতে মাঠে নামবেন রাকিতিচ। রিয়ালে রয়েছেন লুকা মদ্রিচ ও মাতেও কোভাচিচ। তাই এই ম্যাচ নিয়ে ক্রোয়েশিয়াতেও উন্মাদনা তুঙ্গে। রাকিতিচ বলেছেন, ‘‘ক্রোয়েশিয়ায় গত মঙ্গলবার থেকেই এল ক্লাসিকো নিয়ে আলোচনা চলছে। যা একেবারেই অভিনব। সাধারণ মানুষের এল ক্লাসিকো নিয়ে প্রচণ্ড আগ্রহ। বার্সেলোনা সমর্থকদের আমি ধন্যবাদ দিতে চাই। দুর্ভাগ্য যাঁরা সমর্থন করছেন না!’’ রাকিতিচের আশা, আগামী মরসুমে ক্রোয়েশিয়া থেকে আরও অনেক ফুটবলার লা লিগায় খেলবেন।
এল ক্লাসিকোর উত্তাপ বুধবার আরও বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন রিয়াল তারকা ফার্নান্দো মরিয়ন্তেস। রোনাল্ডোর গার্ড অব অনারের দাবি বার্সেলোনা উড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ তিনি। মরিয়ন্তেস বলেছেন, ‘‘দু’টো দলের কেউই কাউকে এই সম্মান দিতে বাধ্য নয়। কিন্তু পুরো ব্যাপারটাই খেলোয়াড়ি মানসিকতার। ক্লাব বিশ্বকাপ-সহ পাঁচটি ট্রফি জিতেছে রিয়াল। তাই বার্সেলোনার উচিত ছিল সম্মান দেওয়া। যদিও পুরো নিয়মটাই অলিখিত।’’ মরিয়ন্তসের দাবি, বার্সেলোনা যদি এই সাফল্য পেত, তা হলে রিয়াল অবশ্যই ওদের এই সম্মান দিত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy