Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sports News

পদক আনার যোগ্যতা থাকলেই পাশে রাঠৌর

রাঠৌর জানিয়েছেন, যে সব ক্রীড়াবিদরা ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নেবেন তাঁরা যাতে কোনও সমস্যার মধ্যে না পরেন সে দিকে খেয়াল রাখবে সরকার।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। ছবি: পিটিআই।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ২০:৪১
Share: Save:

যাঁদের দেশের জন্য পদক আনার ক্ষমতা আছে তাঁদের টাকার অভাব হবে না। এই বার্তি দিয়ে দিলেন স্বয়ং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। অনেক প্রতিভাই হারিয়ে যায় টাকার অভাবে। কিন্তু আর তেমনটা হয়তো হবে না। রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের এই বার্তা আশ্বস্ত করবে দেশের সেরা ক্রীড়াবিদদের।

রাঠৌর জানিয়েছেন, যে সব ক্রীড়াবিদরা ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নেবেন তাঁরা যাতে কোনও সমস্যার মধ্যে না পরেন সে দিকে খেয়াল রাখবে সরকার। সেই তালিকায় যে শুধু অলিম্পিক রয়েছে এমন নয়। রয়েছে কমনওয়েলথ ও এশিয়ান গেমসও। শুক্রবার তিনি বলেন, ‘‘এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তাই দেখতে হবে যাতে তার অপব্যবহার না হয়।’’

রাজ্যবর্ধন আরও বলেন, ‘‘সব ক্রীড়া ক্ষেত্রেই নির্বাচক কমিটি রয়েছে। যারা সেই সব প্লেয়ারদের খুঁজে বের করবে যাদের পদক আনার ক্ষমতা রয়েছে। যাদের সত্যিই সেই সম্ভাবনা রয়েছে তাদের জন্য সরকার সব করবে। টাকা তাদের জন্য কোনও সমস্যা হবে না।’’

আরও পড়ুন
কমনওয়েলথ টিকিট সুশীলের, মারপিটে জড়ালেন সমর্থকরা

এই মুহূর্তে ক্রীড়ামন্ত্রকের স্কিমে রয়েছেন ১৮৪ জন ক্রীড়াবিদ। যদিও এই তালিকা নতুন করে করা হবে বলে জানা গিয়েছে। রাঠৌর জানিয়েছেন, এই মুহূর্তে ১৮০ জন ক্রীড়াবিদ রয়েছে তালিকায়। যদি তারা পদক আনার যোগ্য হয় তা হলে তারা ফান্ড পাবে। যদিও এই তালিকার পরিবর্তন হতে থাকে। নির্ভর করে পরিস্থিতির উপর।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE