—ফাইল চিত্র।
আজ, সোমবার শ্রীনগরে আই লিগে রিয়াল কাশ্মীরের মুখোমুখি হওয়ার কথা ছিল মিনার্ভা এফসির। কিন্তু সেই ম্যাচের আগে বিদেশি ফুটবলারদের নিরাপত্তার কারণ দেখিয়ে না খেলার কথা জানিয়ে দিলেন মিনার্ভা এফসি-র কর্ণধার রঞ্জিত বাজাজ। রবিবার রাত পর্যন্ত তিনি কাশ্মীরে দলও পাঠাননি।
ফোনে রঞ্জিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘‘আমাদের দলে বিদেশি ফুটবলার রয়েছে। তাই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেব না। ফেডারেশন মৌখিক ভাবে নিরাপত্তার আশ্বাস দিয়েছে। কিন্তু আমাদের লিখিত ভাবে নিরাপত্তার আশ্বাস দিতে হবে। না হলে এই মুহূর্তে কাশ্মীরের ম্যাচ খেলতে যাওয়ার কোনও প্রশ্ন নেই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ভারতের যে কোনও জায়গায় রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে রাজি আছি আমরা। প্রয়োজনে জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শ্রীনগরে গিয়ে খেলে আসব। কিন্তু ফেডারেশনের তরফে নিরাপত্তার লিখিত আশ্বাস ছাড়া শ্রীনগর যাচ্ছি না আমরা।’’
এ দিকে, রবিবার কলকাতায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ড্র করার পরে ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেস বলে দেন, ‘‘ফুটবলারদের নিরাপত্তা আগে, খেলা পরে।’’ যা পোক্ত করছে মিনার্ভা মালিকের বক্তব্যকেই।
১১ দলের আই লিগে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর। রবিবার শ্রীনগরে নিয়ম মেনে ম্যাচের আগে ম্যানেজার্স মিটিং হয়েছে। বৈঠকে ছিলেন ম্যাচ কমিশনারও। আই লিগের সিইও সুনন্দ ধরও বললেন, ‘‘ম্যাচ আয়োজনের জন্য নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। সোমবার ম্যাচ হবে, এই প্রস্তুতি নিয়েই এগোচ্ছি আমরা।’’ এই অবস্থায় মিনার্ভা যদি ম্যাচ খেলতে না চায়, তা হলে ওয়াক ওভার পাবে কাশ্মীরের দলটি। সে ক্ষেত্রে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু’নম্বরে উঠে আসবে রিয়াল কাশ্মীর। যা শুনে হুঙ্কার ছেড়েছেন মিনার্ভা কর্ণধার। তাঁর কথায়, ‘‘লিখিত নিরাপত্তা না দিয়ে যদি রিয়াল কাশ্মীরকে তিন পয়েন্ট দেওয়া হয়, তা হলে আদালতের দ্বারস্থ হব আমরা।’’
যা শুনে চিন্তিত আই লিগের সিইও বলছেন, ‘‘কোনও দল না খেলে আদালতে যেতেই পারে। তবে ফেডারেশন নিরাপত্তার চূড়ান্ত ব্যবস্থা করে রেখেছে এই ম্যাচের জন্য।’’
সোমবার ওয়াকওভার পেলে অনেকটাই সুবিধাজনক অবস্থায় চলে যাবে রিয়াল কাশ্মীর। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আই লিগের খেতাবি লড়াইয়ে। অন্য দিকে, খেতাবের আই এক দাবিদার চেন্নাই সিটি এফসি-কে খেলতে হবে কঠিন প্রতিপক্ষ মোহনবাগান ও চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। গোয়ার দলটির বিরুদ্ধে ম্যাচটা চেন্নাইয়ের অ্যাওয়ে। লিগে ১৬ রাউন্ডের পরে এ দিন পর্যন্ত প্রথম তিন দলের পয়েন্ট এ রকম—চেন্নাই (৩৪), রিয়াল কাশ্মীর (৩২) ও ইস্টবেঙ্গল (৩২)। ফলে লিগ জিততে বাকি চার ম্যাচেই জিততে হবে ইস্টবেঙ্গলকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy