Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৪

রাহানের রেকর্ড

টেস্ট ক্রিকেটের একশো আটত্রিশ বছরের দীর্ঘ ইতিহাসে তিনিই একমাত্র ফিল্ডার যিনি এক ম্যাচে ৮টা ক্যাচ নিলেন। এক ম্যাচে সাতটা ক্যাচ নেওয়া পাঁচ ক্রিকেটার ছিলেন— যজুবেন্দ্র সিংহ (ভারত), গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া), হাসান তিলকরত্নে (শ্রীলঙ্কা), স্টিভন ফ্লেমিং (নিউজিল্যান্ড) এবং ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া)।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০৩:১৮
Share: Save:

টেস্ট ক্রিকেটের একশো আটত্রিশ বছরের দীর্ঘ ইতিহাসে তিনিই একমাত্র ফিল্ডার যিনি এক ম্যাচে ৮টা ক্যাচ নিলেন। এক ম্যাচে সাতটা ক্যাচ নেওয়া পাঁচ ক্রিকেটার ছিলেন— যজুবেন্দ্র সিংহ (ভারত), গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া), হাসান তিলকরত্নে (শ্রীলঙ্কা), স্টিভন ফ্লেমিং (নিউজিল্যান্ড) এবং ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া)। অমিত মিশ্রর বলে এ দিন স্লিপে রঙ্গনা হেরাথের ক্যাচ নিয়ে এঁদের টপকে গেলেন অজিঙ্ক রাহানে। প্রথম ইনিংসে তিনটে ক্যাচ নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ জন শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে ফেরত পাঠান তিনি।

গল থেকে গৌতম ভট্টাচার্যের শনিবারের টেস্ট ম্যাচ কভারেজ পড়তে লগ অন করুন www.anandabazar.com
আর টিভিতে ভারত বনাম শ্রীলঙ্কা চতুর্থ দিন দেখুন সোনি সিক্সে, সকাল ১০টা থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE