Advertisement
০৬ নভেম্বর ২০২৪

আপাতত এক বছরের জন্য পুণের অধিনায়ক ধোনি

তাঁর হাতেই যে টিমের দায়িত্ব তুলে দেওয়া হবে, সেটা তো আগেই ঠিক হয়ে গিয়েছিল। তবে সরকারিভাবে সোমবার মহেন্দ্র সিংহ ধোনির নাম ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করার পরে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি দল পুণের মালিক সঞ্জীব গোয়েন্কা যে একটা বড় চমক লুকিয়ে রেখেছেন, কে জানত!

টিম লোগো উন্মোচনে সঞ্জীব গোয়েন্কা। সোমবার। -নিজস্ব চিত্র

টিম লোগো উন্মোচনে সঞ্জীব গোয়েন্কা। সোমবার। -নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ০৪:১৩
Share: Save:

তাঁর হাতেই যে টিমের দায়িত্ব তুলে দেওয়া হবে, সেটা তো আগেই ঠিক হয়ে গিয়েছিল। তবে সরকারিভাবে সোমবার মহেন্দ্র সিংহ ধোনির নাম ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করার পরে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি দল পুণের মালিক সঞ্জীব গোয়েন্কা যে একটা বড় চমক লুকিয়ে রেখেছেন, কে জানত!

ধোনি পুণে টিমের ক্যাপ্টেন তো হলেন। তবে পুরো দু’বছেরর জন্য নয়। আপাতত তাঁর মেয়াদ এক বছর।

আর এখান থেকেই শুরু জল্পনা। তা হলে কি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের উপর পুরোপুরি ভরসা করতে পারছেন না পুণের কর্তারা? না কি একই টিমে তিন জন অধিনায়ক থাকায় ধোনির উপর একটা চাপ তৈরি করে রাখা হল? কেন না পুণেতে ধোনির সঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও দক্ষিণ আফ্রিকার টি-২০ অধিনায়ক ফাফ দু’প্লেসিও আছেন। যদিও সঞ্জীব গোয়েন্কার দাবি, ‘‘আমি মনে করি, ধোনিই আমাদের টিমকে চ্যাম্পিয়ন করতে পারবে। অধিনায়কের জন্য ধোনি ছাড়া আর কোনও ক্রিকেটারের নাম ভাবা হয়নি।’’ অধিনায়ক বাছাই ছাড়া এ দিন পুণে টিমের নামকরণের সঙ্গে লোগোও উন্মোচন করেন সঞ্জীব গোয়েন্কা। নাম— রাইজিং পুণে সুপারজায়ান্টস। তবে টিমের অধিনায়ক ধোনি কেন, তা নিয়েই চর্চা হয় বেশি। বিশেষ করে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ হারায় প্রবল সমালোচনা হচ্ছে ধোনির। পুণের মালিক বলছিলেন, ‘‘দুটো সিরিজে ব্যর্থ হয়েছে বলে ধোনি তো আর খারাপ অধিনায়ক হয়ে যাবে না! অতীতে বহুবার প্রমাণ করেছে, কত বড় মাপের ক্যাপ্টেন ধোনি।’’

আপাতত রাইজিং পুণে টিমে যে পাঁচজন ক্রিকেটার নেওয়া হয়েছে তাতে তিনজন চেন্নাই সুপার কিংগসের (ধোনি, দু’প্লেসি ও অশ্বিন)। দু’জন রাজস্থান রয়্যালসের (রাহানে ও স্মিথ)। কোচ স্টিভন ফ্লেমিং চেন্নাইয়ের। তা হলে কি ব্যাটিং কোচ হিসেবে এ বার মাইকেল হাসি আসছেন? আবার ধোনি-ফ্লেমিং-হাসি ত্রিভুজ পুণেতেও! সঞ্জীববাবুর সাফ কথা, ‘‘এটা চেন্নাই নয়। এটা আমার টিম। রাইজিং পুণে সুপারজায়ান্টস। ফ্লেমিং আছেন বলে হাসিও থাকবেন এমন কোথাও লেখা নেই।’’ ৬ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে বাকি স্কোয়াড বাছবে পুণে।

অন্য বিষয়গুলি:

pune warriors mahendra singh dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE