লিটন দাস: চলতি নিদাহাস ট্রফিতে ধারাবাহিকতা দেখাতে না পারলেও নিজের দিনে ভয়ঙ্কর লিটন।
০৩১১
সৌম্য সরকার: নিদাহাস ট্রফিতে চেনা ছন্দের ধারে কাছে নেই সৌম্য। তবে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর ফাইনালে সৌম্যকে ভারতের বিরুদ্ধে মাঠে নামাতে প্রস্তুত তাঁরা।
০৪১১
মুসফিকুর রহিম: রহিমের ফর্ম ফাইনালের আগে স্বস্তিতে রাখছে বাংলাদেশকে।
০৫১১
সাকিব আল হাসান: অধিনায়ক সাকিবই বড় ভরসা হতে চলেছে বাংলাদেশের এই দিনের ম্যাচে। সাকিবের অল রাউন্ড পারফরম্যান্সের উপর অনেকটা নির্ভর করবে বাংলাদেশের সাফল্য।
০৬১১
মাহমুদুল্লা: গত ম্যাচে একক ক়ৃতিত্বে ম্যাচ জিতিয়েছিলেন বাংলাদেশকে। এই ম্যাচেও মাহমুদুল্লার থেকে একই পারফরম্যান্স চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
০৭১১
সাব্বির রহমান: চলতি ত্রিদেশীয় সিরিজে নজর কাড়তে না পারলেও ফাইনালে টাইগারদের দলে সুযোগ পেতে পারেন সাব্বির।
০৮১১
মেহদি হাসান: ফাইনালে দলে সুযোগ পেতে পারেন মেহদিও।
০৯১১
রুবেল হোসেন: বল হাতে গোটা টুর্মানেন্টেই আগুন ঝড়িয়েছেন রুবেল। ভারতীয় ব্যাটিং ঝড় থামাতে নিজের চেনা ছন্দে ফাইনালে খেলতে হবে রুবেলকে।
১০১১
মুস্তাফিজুর রহমান: ভারতীয় ব্যাটসম্যানদের কাছে বরাবরই ত্রাস মুস্তাফিজুর। এই ম্যাচে নিশ্চিত ভাবে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন তিনি।
১১১১
নাজমুল ইসলাম: ফাইনালে বাংলাদেশের প্রথম একাদশে জায়গা পেতে চলেছেন এই স্পিনার।