Advertisement
০৫ নভেম্বর ২০২৪
India vs Bangladesh

নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রবিবার নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালের এই মেগা লড়াইয়ের আগে এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৬:০৩
Share: Save:
০১ ১১
তামিম ইকবাল: চলতি নিদাহাস ট্রফিতে দারুণ ফর্মে আছেন তামিম। ফাইনালে বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করবে তামিমের চওড়া ব্যাটের উপর।

তামিম ইকবাল: চলতি নিদাহাস ট্রফিতে দারুণ ফর্মে আছেন তামিম। ফাইনালে বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করবে তামিমের চওড়া ব্যাটের উপর।

০২ ১১
লিটন দাস: চলতি নিদাহাস ট্রফিতে ধারাবাহিকতা দেখাতে না পারলেও নিজের দিনে ভয়ঙ্কর লিটন।

লিটন দাস: চলতি নিদাহাস ট্রফিতে ধারাবাহিকতা দেখাতে না পারলেও নিজের দিনে ভয়ঙ্কর লিটন।

০৩ ১১
সৌম্য সরকার: নিদাহাস ট্রফিতে চেনা ছন্দের ধারে কাছে নেই সৌম্য। তবে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর ফাইনালে সৌম্যকে ভারতের বিরুদ্ধে মাঠে নামাতে প্রস্তুত তাঁরা।

সৌম্য সরকার: নিদাহাস ট্রফিতে চেনা ছন্দের ধারে কাছে নেই সৌম্য। তবে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর ফাইনালে সৌম্যকে ভারতের বিরুদ্ধে মাঠে নামাতে প্রস্তুত তাঁরা।

০৪ ১১
মুসফিকুর রহিম: রহিমের ফর্ম ফাইনালের আগে স্বস্তিতে রাখছে বাংলাদেশকে।

মুসফিকুর রহিম: রহিমের ফর্ম ফাইনালের আগে স্বস্তিতে রাখছে বাংলাদেশকে।

০৫ ১১
সাকিব আল হাসান: অধিনায়ক সাকিবই বড় ভরসা হতে চলেছে বাংলাদেশের এই দিনের ম্যাচে। সাকিবের অল রাউন্ড পারফরম্যান্সের উপর অনেকটা নির্ভর করবে বাংলাদেশের সাফল্য।

সাকিব আল হাসান: অধিনায়ক সাকিবই বড় ভরসা হতে চলেছে বাংলাদেশের এই দিনের ম্যাচে। সাকিবের অল রাউন্ড পারফরম্যান্সের উপর অনেকটা নির্ভর করবে বাংলাদেশের সাফল্য।

০৬ ১১
মাহমুদুল্লা: গত ম্যাচে একক ক়ৃতিত্বে ম্যাচ জিতিয়েছিলেন বাংলাদেশকে। এই ম্যাচেও মাহমুদুল্লার থেকে একই পারফরম্যান্স চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

মাহমুদুল্লা: গত ম্যাচে একক ক়ৃতিত্বে ম্যাচ জিতিয়েছিলেন বাংলাদেশকে। এই ম্যাচেও মাহমুদুল্লার থেকে একই পারফরম্যান্স চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

০৭ ১১
সাব্বির রহমান: চলতি ত্রিদেশীয় সিরিজে নজর কাড়তে না পারলেও ফাইনালে টাইগারদের দলে সুযোগ পেতে পারেন সাব্বির।

সাব্বির রহমান: চলতি ত্রিদেশীয় সিরিজে নজর কাড়তে না পারলেও ফাইনালে টাইগারদের দলে সুযোগ পেতে পারেন সাব্বির।

০৮ ১১
মেহদি হাসান: ফাইনালে দলে সুযোগ পেতে পারেন মেহদিও।

মেহদি হাসান: ফাইনালে দলে সুযোগ পেতে পারেন মেহদিও।

০৯ ১১
রুবেল হোসেন: বল হাতে গোটা টুর্মানেন্টেই আগুন ঝড়িয়েছেন রুবেল। ভারতীয় ব্যাটিং ঝড় থামাতে নিজের চেনা ছন্দে ফাইনালে খেলতে হবে রুবেলকে।

রুবেল হোসেন: বল হাতে গোটা টুর্মানেন্টেই আগুন ঝড়িয়েছেন রুবেল। ভারতীয় ব্যাটিং ঝড় থামাতে নিজের চেনা ছন্দে ফাইনালে খেলতে হবে রুবেলকে।

১০ ১১
মুস্তাফিজুর রহমান: ভারতীয় ব্যাটসম্যানদের কাছে বরাবরই ত্রাস মুস্তাফিজুর। এই ম্যাচে নিশ্চিত ভাবে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন তিনি।

মুস্তাফিজুর রহমান: ভারতীয় ব্যাটসম্যানদের কাছে বরাবরই ত্রাস মুস্তাফিজুর। এই ম্যাচে নিশ্চিত ভাবে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন তিনি।

১১ ১১
নাজমুল ইসলাম: ফাইনালে বাংলাদেশের প্রথম একাদশে জায়গা পেতে চলেছেন এই স্পিনার।

নাজমুল ইসলাম: ফাইনালে বাংলাদেশের প্রথম একাদশে জায়গা পেতে চলেছেন এই স্পিনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE