শ্রীলঙ্কার বিরুদ্ধে কি বাদ পন্থ? দেখুন সম্ভাব্য একাদশ
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে উনাদকট, ধবনরা। তবে বাংলাদেশকে উড়িয়ে দিলেও বেশ কয়েক জনের পারফরম্যান্স কপালে ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের। ফলে সোমবার নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে বেশ কিছু পরিবর্তন হতে পারে ভারতীয় দলে। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ১৬:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে উনাদকট, ধবনরা। তবে বাংলাদেশকে উড়িয়ে দিলেও বেশ কয়েক জনের পারফরম্যান্স কপালে ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের। ফলে সোমবার নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে বেশ কিছু পরিবর্তন হতে পারে ভারতীয় দলে। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।
০২১২
রোহিত শর্মা: টুর্নামেন্টের দু’টি ম্যাচেই রান পাননি হিটম্যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বড় রান করকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে রোহিতকে। ছবি: এএফপি।
০৩১২
শিখর ধবন: শেষ দুই ম্যাচে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে এই বাঁহাতি ওপেনারকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯০-এর পর বাংলাদেশের বিরুদ্ধেও ৫৫ রান করেছেন তিনি। ছবি: এএফপি।
০৪১২
লোকেশ রাহুল: তিন নম্বরে আসতে পারেন লোকেশ রাহুল। বাদ যেতে পারেন ঋষভ পন্থ।
০৫১২
সুরেশ রায়না: দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলে কামব্যাক ভাল হলেও নিদাহাস ট্রফির প্রথম দুই ম্যাচে রান পাননি রায়না। আজ তাঁকে রান করতেই হবে। ছবি: এএফপি।
০৬১২
দীনেশ কার্তিক: প্রথম দুই ম্যাচেই ঠিকমতো ব্যাট করার সুযোগ পাননি দীনেশ। আজ ব্যাটিংয়ের সঙ্গে উইকেট রক্ষার দায়িত্বও থাকবে তাঁর উপর।
০৭১২
মণীশ পাণ্ডে: চলতি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই মোটামুটি রান পেয়েছেন এই ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান। ছবি: এএফপি।
০৮১২
বিজয় শঙ্কর: অলরাউন্ডার বিজয়কে রেখেই দল সাজাতে চাইবে ভারত।
০৯১২
ওয়াশিংটন সুন্দর: প্রথম দু’ম্যাচে তাঁর আঁটোসাটো বোলিং নজর কেড়েছে। প্রথম ম্যাচে ১ উইকেট পান, দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে মাত্র ২৩ রান দেন তিনি। ছবি: এএফপি।
১০১২
শার্দুল ঠাকুর: দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ভাল ফর্মে আছেন এই পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে খারাপ বল করলেও বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করেছেন তিনি। ছবি: এএফপি।
১১১২
জয়দেব উনাদকট: দুই ম্যাচে ৪ উইকেট পেলেও ভাল রানও দিয়েছেন এই বাঁহাতি পেসার। তবে তিনি থাকছেন আজকের প্রথম একাদশে। ছবি: এএফপি।
১২১২
যুজবেন্দ্র চাহাল: প্রথম দু’ম্যাচে তিন উইকেট নিয়েছেন এই রিস্ট স্পিনার। তিনি থাকছেন প্রথম একাদশে। ছবি: এএফপি।