Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Cricket

তিন ওপেনারকে সুযোগ দিতে চারে কোহলি? দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ

মুম্বইয়ে প্রথম ওয়ানডে ম্যাচের বল গড়াচ্ছে মঙ্গলবার। অজিদের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? দেখে নিন তা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০৭:৩০
Share: Save:
০১ ১২
নতুন বছরে শুরুটা বেশ ভাল করেছে ভারত। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ২-০ হারিয়েছে বিরাট কোহালির দল। এ বার সামনে অস্ট্রেলিয়া। মুম্বইয়ে প্রথম ওয়ানডে ম্যাচের বল গড়াচ্ছে মঙ্গলবার। অজিদের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? দেখে নিন তা।

নতুন বছরে শুরুটা বেশ ভাল করেছে ভারত। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ২-০ হারিয়েছে বিরাট কোহালির দল। এ বার সামনে অস্ট্রেলিয়া। মুম্বইয়ে প্রথম ওয়ানডে ম্যাচের বল গড়াচ্ছে মঙ্গলবার। অজিদের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? দেখে নিন তা।

০২ ১২
রোহিত শর্মা — শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ‘হিটম্যান’কে। অজিদের বিরুদ্ধে তিনিই নামবেন ওপেন করতে। রোহিতের সঙ্গে ওপেনিং স্লটে জুটি বাঁধবেন কেন, তা নিয়েই যত আলোচনা। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে তিন জন ওপেনরাকেই দেখে নেবেন কোহালি।

রোহিত শর্মা — শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ‘হিটম্যান’কে। অজিদের বিরুদ্ধে তিনিই নামবেন ওপেন করতে। রোহিতের সঙ্গে ওপেনিং স্লটে জুটি বাঁধবেন কেন, তা নিয়েই যত আলোচনা। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে তিন জন ওপেনরাকেই দেখে নেবেন কোহালি।

০৩ ১২
শিখর ধওয়ন — ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছেন, ওপেনার হিসেবে রোহিত অটোমেটিক চয়েস। অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করার জন্য ওপেনার হিসেবে ডান হাতি রোহিতের সঙ্গে বাঁ হাতি ধওয়নকে নামিয়ে দেবেন কোহালি।

শিখর ধওয়ন — ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছেন, ওপেনার হিসেবে রোহিত অটোমেটিক চয়েস। অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করার জন্য ওপেনার হিসেবে ডান হাতি রোহিতের সঙ্গে বাঁ হাতি ধওয়নকে নামিয়ে দেবেন কোহালি।

০৪ ১২
লোকেশ রাহুল — ওপেন করতে পারেন রাহুল। তিন নম্বরে ব্যাটও করতে পারেন তিনি। রাহুলকে সুযোগ করে দেওয়ার জন্য সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত অধিনায়ক বিরাট কোহালি নিজেকে চার নম্বরে নামিয়ে লোকেশ রাহুলকে তিনে পাঠাবেন।

লোকেশ রাহুল — ওপেন করতে পারেন রাহুল। তিন নম্বরে ব্যাটও করতে পারেন তিনি। রাহুলকে সুযোগ করে দেওয়ার জন্য সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত অধিনায়ক বিরাট কোহালি নিজেকে চার নম্বরে নামিয়ে লোকেশ রাহুলকে তিনে পাঠাবেন।

০৫ ১২
বিরাট কোহালি— এই সিরিজে লড়াইটা কোহালি বনাম স্মিথেরও। টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহালি একনম্বরে। স্মিথ রয়েছেন দু’ নম্বরে। ওয়ানডে সিরিজে কার দাপট দেখা যাবে? বিরাট নাকি স্মিথের? দুই তারকার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। এই সিরিজ তো একে অপরকে ছাপিয়ে যাওয়ারও।

বিরাট কোহালি— এই সিরিজে লড়াইটা কোহালি বনাম স্মিথেরও। টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহালি একনম্বরে। স্মিথ রয়েছেন দু’ নম্বরে। ওয়ানডে সিরিজে কার দাপট দেখা যাবে? বিরাট নাকি স্মিথের? দুই তারকার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। এই সিরিজ তো একে অপরকে ছাপিয়ে যাওয়ারও।

০৬ ১২
শ্রেয়াস আইয়ার — অনিল কুম্বলের মতো দেশের প্রাক্তন হেড কোচ বলেছিলেন, চার নম্বরের জন্য যোগ্য ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বিরাট নিজেকে চারে নামিয়ে আনছেন। পাঁচ নম্বরে ব্যাট হাতে নামবেন শ্রেয়াস।

শ্রেয়াস আইয়ার — অনিল কুম্বলের মতো দেশের প্রাক্তন হেড কোচ বলেছিলেন, চার নম্বরের জন্য যোগ্য ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বিরাট নিজেকে চারে নামিয়ে আনছেন। পাঁচ নম্বরে ব্যাট হাতে নামবেন শ্রেয়াস।

০৭ ১২
ঋষভ পন্থ— শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে পন্থের জায়গায় নামানো হয়েছিল সঞ্জু স্যামসনকে। পন্থ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এখনও পর্যন্ত। তাঁর দিকে ধেয়ে আসে সমালোচনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন সিরিজ। পন্থ কি পারবেন সমালোচনার জবাব দিতে?

ঋষভ পন্থ— শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে পন্থের জায়গায় নামানো হয়েছিল সঞ্জু স্যামসনকে। পন্থ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এখনও পর্যন্ত। তাঁর দিকে ধেয়ে আসে সমালোচনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন সিরিজ। পন্থ কি পারবেন সমালোচনার জবাব দিতে?

০৮ ১২
রবীন্দ্র জাদেজা — জাদেজা দলে থাকার অর্থ কোহালির হাতে অপশন বেড়ে যাওয়া। বোলিং, ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের হাতও বেশ ভাল তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পিছনে অবদান ছিল বাঁ হাতি অলরাউন্ডারের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জাদেজা ৩১ বলে দ্রুত ৩৯ রানের ইনিংস খেলে ভারতকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। তার পরে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রশংসা করেছেন জাদেজার ব্যাটিংয়ের।

রবীন্দ্র জাদেজা — জাদেজা দলে থাকার অর্থ কোহালির হাতে অপশন বেড়ে যাওয়া। বোলিং, ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের হাতও বেশ ভাল তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পিছনে অবদান ছিল বাঁ হাতি অলরাউন্ডারের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জাদেজা ৩১ বলে দ্রুত ৩৯ রানের ইনিংস খেলে ভারতকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। তার পরে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রশংসা করেছেন জাদেজার ব্যাটিংয়ের।

০৯ ১২
শার্দুল ঠাকুর— শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে শার্দুল ঠাকুর ভাল বোলিং করেছেন। ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন শার্দুল ঠাকুর। বুমরা ফিরেছেন দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বুমরাকে পাশে পেয়ে আরও বিপজ্জনক হয়ে উঠবেন শার্দুল, এ কথা বলাই বাহুল্য।

শার্দুল ঠাকুর— শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে শার্দুল ঠাকুর ভাল বোলিং করেছেন। ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন শার্দুল ঠাকুর। বুমরা ফিরেছেন দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বুমরাকে পাশে পেয়ে আরও বিপজ্জনক হয়ে উঠবেন শার্দুল, এ কথা বলাই বাহুল্য।

১০ ১২
মহম্মদ শামি — শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। অজিদের বিরুদ্ধে বুমরার সঙ্গে নতুন বলে জুটি বাঁধতে দেখা যাবে বাংলার পেসারকে। গতি দিয়ে যে কোনও ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নিতে পারেন শামি।

মহম্মদ শামি — শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। অজিদের বিরুদ্ধে বুমরার সঙ্গে নতুন বলে জুটি বাঁধতে দেখা যাবে বাংলার পেসারকে। গতি দিয়ে যে কোনও ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নিতে পারেন শামি।

১১ ১২
কুলদীপ যাদব— একমাত্র স্পিনার হিসেবে কোহালি প্রথম একাদশে রাখবেন কুলদীপ। এখন সেরা ছন্দে না হলেও অজিদের বিরুদ্ধে তাঁর রেকর্ড ভাল। ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথদের বেগ দিতে পারেন এই চায়নাম্যান বোলার।

কুলদীপ যাদব— একমাত্র স্পিনার হিসেবে কোহালি প্রথম একাদশে রাখবেন কুলদীপ। এখন সেরা ছন্দে না হলেও অজিদের বিরুদ্ধে তাঁর রেকর্ড ভাল। ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথদের বেগ দিতে পারেন এই চায়নাম্যান বোলার।

১২ ১২
যশপ্রীত বুমরা — চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ফিরে এসেছেন বুমরা। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেরা ফর্মে ছিলেন না তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বুমরার দিকে নজর থাকবে সবার।

যশপ্রীত বুমরা — চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ফিরে এসেছেন বুমরা। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেরা ফর্মে ছিলেন না তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বুমরার দিকে নজর থাকবে সবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy