Advertisement
২৫ জানুয়ারি ২০২৫
Pakistan Cricket

দক্ষিণ আফ্রিকাকে চুনকাম করে নজির পাকিস্তানের, জয়ের আনন্দে চোনা ওপেনারের লজ্জার রেকর্ড

দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে এক দিনের সিরিজ়ে চুনকাম করল পাকিস্তান। দল জিতলেও ওপেনার আবদুল্লা শফিক অবশ্য লজ্জার রেকর্ড গড়েছেন। তিনটি ম্যাচেই শূন্য রানে ফিরেছেন তিনি।

cricket

আবদুল্লা শফিক। পাকিস্তানের এই ব্যাটার লজ্জার নজির গড়েছেন। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৭
Share: Save:

পাকিস্তান ক্রিকেটে গর্বের দিন। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে এক দিনের সিরিজ়ে চুনকাম করল তারা। বিদেশের মাটিতে অধিনায়ক হিসাবে সফল মহম্মদ রিজ়ওয়ান। সিরিজ়ের সেরা হয়েছেন ওপেনার সাইম আয়ুব। অপর ওপেনার আবদুল্লা শফিক অবশ্য লজ্জার রেকর্ড গড়েছেন। তিনটি ম্যাচেই শূন্য রানে ফিরেছেন তিনি।

প্রথম এক দিনের ম্যাচ ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ তারা জিতেছিল ৮১ রানে। জোহানেসবার্গে তৃতীয় এক দিনের ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হয়। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৬ রানে জেতে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। জবাবে ৪২ ওভারে ২৭১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানই একমাত্র দল যারা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে এক দিনের সিরিজ়ে চুনকাম করল।

পাকিস্তানের জয়ে বড় ভূমিকা নিয়েছেন বাঁহাতি ওপেনার সাইম আয়ুব। প্রথম ম্যাচে ১০৯ রান করেছিলেন তিনি। তৃতীয় ম্যাচে করেছেন ১০১ রান। তিনটি ম্যাচে দু’টি শতরানের সাহায্যে মোট ২৩৫ রান করেছেন তিনি। সেই কারণে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন আয়ুব।

তবে অপর ওপেনার শফিক হতাশ করেছেন। তিনটি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। শফিক বিশ্বের প্রথম ওপেনার যিনি তিন ম্যাচের সিরিজ়ে এক রানও করতে পারেননি। পাকিস্তানের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। চলতি বছর ২১টি ইনিংসের মধ্যে সাতটিতে শূন্য রানে আউট হয়েছেন তিনি। এর আগে ২০০০ সালে ইমরান নাজ়ির ৩২টি ইনিংসে ছ’বার ও ২০১২ সালে মহম্মদ হাফিজ় ৪৩টি ইনিংসে ছ’বার শূন্য রানে আউট হয়েছিল। সেই রেকর্ড ভেঙেছেন শফিক।

তবে বিশ্ব ক্রিকেটে অল্পের জন্য রেকর্ড করতে পারেননি শফিক। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার হর্শেল গিবস ৫১টি ইনিংসে আট বার ও ২০১২ সালে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ৫৬টি ইনিংসে আট বার শূন্য রানে আউট হয়েছিলেন। সেই রেকর্ড ছোঁয়া হল না শফিকের।

অন্য বিষয়গুলি:

Pakistan Cricket Saim Ayub Abdullah Shafique
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy