এ যেন ‘দ্বন্দ্বযুদ্ধে’র খোলা চ্যালেঞ্জ! কিংবা পাঞ্জার লড়াইতে চিরশত্রুকে আহ্বান! খোদ প্রেসিডেন্টের গলায় সেই কথা শুনে প্রমাদ গুনছে বিশ্ব। সেই সঙ্গে আতঙ্কে কাঁপছে পূর্ব ইউরোপের ‘রুটির ঝুড়ি’। ক্ষমতা জাহিরের নেশায় তাঁকেই গিনিপিগ হিসাবে ব্যবহার করতে পারে দুই শক্তিধর। সেই সঙ্গে এই চ্যালেঞ্জকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়ানোর আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।
চলতি বছরের ১৯ ডিসেম্বর রাজধানী মস্কোর এক সাংবাদিক বৈঠক থেকে আমেরিকা-সহ ‘নেটো’ভুক্ত পশ্চিম ইউরোপের দেশগুলিকে খোলা চ্যালেঞ্জ জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই উচ্চ প্রযুক্তির দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করেছেন তিনি। এই পাঞ্জা ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র বনাম আমেরিকা-সহ নেটোভুক্ত দেশগুলির ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’র মধ্যে দেখতে চাইছেন রাশিয়ার সর্বময় কর্তা।