Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মুম্বইয়ের বিদায়ে উচ্ছ্বাস, বিতর্কে প্রীতি

রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে প্রীতিকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৮ ০৪:৪৫
Share: Save:

আইপিএলের প্রথম সাতটি ম্যাচে তাঁর দল যে ভাবে শুরু করেছিল তা দেখে প্রায় অনেকেই ভেবেছিলেন হয়তো প্লে-অফে চলে যাবে কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু সে আসা মেটেনি বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার। চলতি মরসুমে দলের মেন্টর বীরেন্দ্র সহবাগের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বলে খবর। যদিও সে কথা তিনি মানতে চাননি। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরেও আরও একবার বিতর্কে জড়ালেন প্রীতি। তবে এ বার একেবারেই তিনি ক্যামেরাবন্দি।

রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে প্রীতিকে। পঞ্জাব বিদায় নিলেও তিনি যেন মুম্বইয়ের হারেই বেশি খুশি হয়েছেন। টুইটারে একটি ভিডিয়োয় ধরা পড়েছে প্রীতির এই কাণ্ড। তাঁর ঠোঁটের নড়াচড়া দেখে সেই ভিডিয়ো টুইটারে আপলোড করে একজন লেখেন, ‘প্রীতি তো এটাই বলছে, মুম্বই ছিটকে যাওয়ায় আমি প্রচন্ড খুশি হয়েছি। সত্যি আমি খুব খুশি। কি তাইতো?’

নিমেশের মধ্যে প্রীতির এই ভিডিয়ো ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। যদিও এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি পঞ্জাব মালকিন।

অন্য দিকে মুম্বই ছিটকে যাওয়ায় সবচেয়ে বেশি দুঃখ হয়তো রোহিত শর্মাই পেয়েছেন। ম্যাচ শেষে টুইটারে তিনি লেখেন, ‘প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে খুবই ভেঙে পড়েছি। তবে এটাই জীবন ও খেলার মাহাত্ম। একদিন তুমি হয়তো শীর্ষে থাকবে, তার পরের দিনই হোঁচট খেয়ে মাটিতে পড়তে হবে। যা চাওয়া হয়, সব সময় তা পাওয়া সম্ভব নয়।’

রোহিতের মতে, দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে তারা নিজেদের ছন্দ ধরে রাখতে পারেননি। মুম্বই অধিনায়কের বক্তব্য, ‘আমরা লড়াই করিনি এটা বলা যাবে না। কিন্তু আমাদের বিপক্ষ ভাল ক্রিকেট খেলেছে। পরের বার আমরা আরও শক্তিশালী দল হিসেবে ঘুরে দাঁড়াব।’ রোহিতের পাশাপাশি রবিবারের ম্যাচের পরে হার্দিক পাণ্ড্যও দুঃখপ্রকাশ করেছিলেন। হার্দিক বলেছিলেন, এই দিনটা হয়তো আমাদের ছিল না। তবে আমরা আরও ভাল ভাবে ফিরব।’

অন্য বিষয়গুলি:

Preity Zinta KXIP MI IPL 11 IPL 2018 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE