Advertisement
০৭ নভেম্বর ২০২৪

কলেজ স্কোয়ার সুইমিং ক্লাবের শতবার্ষিকী উৎসব

বর্ণময় শুরু হল কলেজ স্কোয়ার সুইমিং ক্লাবের শতবার্ষিকীর। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি তাদের উৎসব কর্মসূচির সূচনা করল ১৭ মার্চ ইউনিভার্সিটি ইন্সটিটিউটে ৪১ জন বিশিষ্ট সাঁতারু ও ওয়াটারপোলো খেলোয়াড়কে সংবর্ধনা দিয়ে। ছিলেন অলিম্পিয়ান গোরাচাঁদ শীল, এশিয়াডে রুপোজয়ী তরুণ গোস্বামী-আব্দুল মুতালিব, বুলা চৌধুরী, সঞ্জীব চক্রবর্তীরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০২:৫৯
Share: Save:

বর্ণময় শুরু হল কলেজ স্কোয়ার সুইমিং ক্লাবের শতবার্ষিকীর। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি তাদের উৎসব কর্মসূচির সূচনা করল ১৭ মার্চ ইউনিভার্সিটি ইন্সটিটিউটে ৪১ জন বিশিষ্ট সাঁতারু ও ওয়াটারপোলো খেলোয়াড়কে সংবর্ধনা দিয়ে। ছিলেন অলিম্পিয়ান গোরাচাঁদ শীল, এশিয়াডে রুপোজয়ী তরুণ গোস্বামী-আব্দুল মুতালিব, বুলা চৌধুরী, সঞ্জীব চক্রবর্তীরা। ওই দিনই প্রকাশিত হল ক্লাবের ফার্স্ট ডে কভার এবং ‘থিম সং’। অনুষ্ঠানে পৌরহিত্য করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, বিচারপতি শ্যামল কুমার সেন। ঠিক একদিন পরেই ক্লাবে বসল ডুরাফ্লেক্স ডাইভিং বোর্ড। এরই সঙ্গে ২০ মার্চ হয় শতবার্ষিকী পদযাত্রা।

অন্য বিষয়গুলি:

college square swimming club platinum jubilee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE