Advertisement
০৮ নভেম্বর ২০২৪
prithvi shaw

পৃথ্বীকে উপদেশ দেওয়ার জন্য তৈরি চ্যাপেল, মুম্বই দল থেকে বাদ পড়া ক্রিকেটার যাবেন কি?

মুম্বই দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী। এক সময় ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটার এখন ঘরোয়া ক্রিকেট থেকেও ব্রাত্য। সুযোগ পান না আইপিএলেও। তাঁর পাশে দাঁড়ালেন গ্রেগ চ্যাপেল।

Prithvi Shaw

পৃথ্বী শ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ২২:২৫
Share: Save:

এক সময় ভারতীয় দলের কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। তাঁর সময়ই নেতৃত্ব হারাতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দল থেকেও বাদ পড়তে হয়েছিল। সেই চ্যাপেলই পৃথ্বী শ-কে সাহায্য করতে চান। মুম্বইয়ের ব্যাটারকে দলে ফেরাতে চান ভারতের প্রাক্তন কোচ।

মুম্বই দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী। এক সময় ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটার এখন ঘরোয়া ক্রিকেট থেকেও ব্রাত্য। সুযোগ পান না আইপিএলেও। সেই ক্রিকেটারের উদ্দেশে চ্যাপেল লিখলেন, “যা হয়ে গিয়েছে, তা দিয়ে তোমাকে মাপা যাবে না। এখন থেকে তুমি কী করছ সেটাই গুরুত্বপূর্ণ। তোমার সময় এখনও শেষ হয়নি। সামনে অনেকগুলো বছর রয়েছে। তুমি কেমন ক্রিকেটার হতে চাও সেটা ভাবো। এমন মানুষদের সঙ্গ নাও যারা তোমাকে সেই ধরনের ক্রিকেটার হয়ে ওঠার অনুপ্রেরণা দেবে।”

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল পৃথ্বীর। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ভাল খেলার ফল পেয়েছিলেন তিনি। টেস্ট অভিষেকে শতরান করেছিলেন। কিন্তু তাঁর আন্তর্জাতিক কেরিয়ার খুব দীর্ঘ হয়নি। ধারাবাহিকতার অভাব ছিল তাঁর। প্রত্যাশাপূরণ করতে পারেননি তিনি। সেই সঙ্গে যোগ হয় পৃথ্বীর খারাপ আচরণ। যা আরও পিছনে ঠেলে দেয় তাঁকে। জায়গায় করে নেন যশস্বী জয়সওয়ালেরা।

পৃথ্বীর পাশে দাঁড়াতে চাইছেন চ্যাপেল। তিনি স্যর ডন ব্র্যাডম্যানের উদাহরণ দিয়ে লেখেন, “সব ক্রীড়াবিদের জীবনে ব্যর্থতা আছে। ব্র্যাডম্যানকেও দল থেকে বাদ পড়তে হয়েছিল। কিন্তু তিনি বাধা টপকে এগিয়ে গিয়েছেন। এটাই বুঝিয়ে দেয় কে বড় তারকা। বড় খেলোয়াড় হতে গেলে কিছু ত্যাগ করতে হয়। সেই সঙ্গে প্রয়োজন শৃঙ্খলা। খাওয়া-দাওয়া থেকে রোজ কার জীবন, সব কিছুতেই শৃঙ্খলা প্রয়োজন। তবেই লক্ষ্যে পৌঁছনো সম্ভব।”

গত মরসুমে রঞ্জি জিতেছিল মুম্বই। দলের হয়ে ৯ ইনিংসে ৪৫১ রান করেছিলেন পৃথ্বী। তাঁর গড় ছিল ৮৩.৫২। ইরানি কাপে মুম্বইয়ের হয়ে অর্ধশতরান করেছিলেন। তার পরেও এই মরসুমে বাদ পড়তে হয়েছে তাঁকে। শৃঙ্খলার অভাব রয়েছে পৃথ্বীর। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

prithvi shaw Greg Chappell
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE