Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ফুটসল লিগ খেলতে ভারতে আসছেন পল স্কোলস

ফুটসল লিগ খেলতে আগামী মাসে ভারতে আসছেন ইংল্যান্ডের বিখ্যাত স্ট্রাইকার পল স্কোলস। গোয়ায় অনুষ্ঠিত এই লিগে খেলতে দেখা যাবে ১১ বার প্রিমিয়ার লিগ এবং ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্কোলসকে।

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ২০:২০
Share: Save:

ফুটসল লিগ খেলতে আগামী মাসে ভারতে আসছেন ইংল্যান্ডের বিখ্যাত স্ট্রাইকার পল স্কোলস। গোয়ায় অনুষ্ঠিত এই লিগে খেলতে দেখা যাবে ১১ বার প্রিমিয়ার লিগ এবং ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্কোলসকে।

২১টি দেশের ফুটবলারদের নিয়ে জুলাইয়ের ১৫ থেকে ২৪ তারিখ গোয়ায় বসবে ফুটসলের আসর। লিগে খেলতে আসার বিষয়ে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন রাদামেল ফালকাও। ফালকাওকে ফুটসলের পেলে বলা হয়। আসছেন পর্তুগালের বিখ্যাত মিডফিল্ডার ডেকো। লিগের সঙ্গে চুক্তি হওয়ার পর স্কোলস বলেন, “সারা বিশ্বে ফুটসলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এমন অনেক ফুটবলার আছেন, যাঁরা নিজেদের টেকনিকের উন্নতি করতে এই ফর্ম্যাটে খেলেছেন। ভারতের মতো ফুটবল পাগল দেশে খেলার জন্য় মুখিয়ে আছি।

লিগের সভাপতি লুই ফিগো নিজেও খেলবেন এখানে। লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট কোহালি।

আরও পড়ুন:
অদ্ভুত কারণে লালকার্ড দেখেছেন যে ফুটবলাররা

অন্য বিষয়গুলি:

Paul Scholes Futsal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE