সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে প্রিমিয়ার লিগ ম্যাচে নামছে আর্সেনাল।
ম্যাচের আগে জার্মান তারকা মেসুত ওজিল জানিয়ে দিলেন ক্লাবের ম্যানেজারের হটসিট নিয়ে যা টালমাটাল অবস্থা সেটা কাটলে তবেই তিনি সিদ্ধান্ত নেবেন নতুন চুক্তি সই করবেন কি না।
এক ব্রিটিশ দৈনিককে সাক্ষাৎকারে ওজিল বলছেন, ‘‘ওয়েঙ্গারের ভবিষ্যতের উপরেই নির্ভর করছে আমি নতুন চুক্তি সই করব কি না। ওঁর সিদ্ধান্তের জন্য শুধু আমি অপেক্ষা করে নেই। গোটা ক্লাবও জানতে চায় কী হবে।’’ ইঙ্গিতেই পরিষ্কার করে দিলেন ওয়েঙ্গার ম্যানেজার থাকলেই তিনি নতুন চুক্তি সই করবেন।
গত দশ বছরে কোনও প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ না জিততে না পারায় আর্সেনাল ভক্তদের ধৈর্যের বাধ ভেঙেছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোক বা এমিরেটস স্টেডিয়ামের গ্যালারি, একটাই ব্যানার দেখা যাচ্ছে— ‘ওয়েঙ্গার আউট’। কিন্তু এই কঠিন সময়েও ওয়েঙ্গার পাশে পেলেন ওজিলকে। যিনি জানিয়ে দিলেন ওয়েঙ্গারের জন্যই আর্সেনালে সই করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ‘‘ওয়েঙ্গারের জন্যই আর্সেনালে এসেছিলাম। ওয়েঙ্গারের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক,’’ বলছেন ওজিল।
গত কুড়ি বছরে মাত্র তিনটে প্রিমিয়ার লিগ জিতলেও ওজিল মনে করছেন ওয়েঙ্গার বিশ্বের সেরা কোচেদের মধ্যে এক জন। ‘‘আমার উপর ভরসা করেন ওয়েঙ্গার। আমার মনে হয় বিশ্বের সেরা কোচেদের মধ্যে এক জন ওয়েঙ্গার। প্রতিটা মরসুমে আর্সেনালকে চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছতে সাহায্য করেছেন,’’ বলছেন ওজিল।
ওজিল আবার মনে করছেন আর্সেনালের ক্ষমতা আছে ট্রফি জেতার। ‘‘আমাদের আরও ভাল ভাল ফুটবলার সই করাতে হবে। কিন্তু সেটা ম্যানেজার আর ক্লাব কর্তারা সিদ্ধান্ত নেবে। আমি মনে করি আর্সেনাল ঠিক পারবে প্রিমিয়ার লিগ জিততে। আমাদের সেই ক্ষমতা আছে,’’ বলছেন ওজিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy