Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Abhimanyu Easwaran

সেরা নয়, অন্যতম সেরা ইনিংস, ম্যাচ জিতিয়ে উঠে বললেন অভিমন্যু

অভিষেক রামনের সঙ্গে ওপেনিংয়ে ১২১ রান তুলেছিলেন অভিমন্যু। যা চাপ কমিয়ে দিয়েছিল। ২১১ বলে ২৩ চার ও দুটো ছয়ে ইনিংস সাজিয়েছেন তিনি। তবে দিল্লির বিরুদ্ধে এই ইনিংসকে সেরা মানছেন না তিনি।

দুরন্ত অভিমন্যু। ফাইল ছবি।

দুরন্ত অভিমন্যু। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ১৮:৪৩
Share: Save:

পজিটিভ থাকলে তিনশো রান তাড়া করা সম্ভব, বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাস থেকেই এল রঞ্জিতে ম্যাচ-জেতানো ইনিংস। ইডেনে চতুর্থ ইনিংসে ৩২২ রানের জয়ের লক্ষ্য তাড়া করে দিল্লির বিরুদ্ধে বাংলাকে সাত উইকেটে জিতিয়েও স্বাভাবিক থাকছেন অভিমন্যু ঈশ্বরন

১৮৩ রানের ইনিংসকে জীবনের সেরা বলতে রাজি নন। তবে সেরা তিনে যে তা থাকবে, তা মানছেন নির্দ্বিধায়। প্রচারমাধ্যমের সামনে এসে বাংলার ওপেনার বললেন, “এটা অন্যতম সেরা ইনিংস। সেরা বলতে পারব না। তবে নকআউটে যাওয়ার প্রশ্ন জড়িয়ে ছিল। জিততেই হত আমাদেরকে। টপ থ্রি-তে থাকবে এই ইনিংসকে।”

অভিষেক রামনের সঙ্গে ওপেনিংয়ে ১২১ রান তুলেছিলেন অভিমন্যু। যা চাপ কমিয়ে দিয়েছিল। ২১১ বলে ২৩ চার ও দুটো ছয়ে ইনিংস সাজিয়েছেন তিনি। তাঁর কথায়, “জানতাম, শুরুতে বোলাররা সুবিধা পাবে। আর্দ্রতা থাকবে। তাই প্রথম আধ ঘন্টা খেলে দিতে পারলে আমরা লড়াইয়ে থাকব। ওপেনিংয়ে বড় রান হওয়া জরুরি ছিল। এতে ড্রেসিংরুমেও ইতিবাচক বার্তা যায়। আর উইকেট ক্রমশ সহজ হয়ে উঠছিল। কিছু হচ্ছিল না। এত বড় রান তাড়া করতে হলে ভালো ভিত হওয়া দরকার।”

আরও পড়ুন: অনবদ্য ঈশ্বরন অপরাজিত থাকলেন ১৮৩ রানে, ইডেনে দিল্লিকে চূর্ণ করল বাংলা

আরও পড়ুন: তুমিই স্লেজিং কর, তাই না? ঋষভ পন্থকে প্রশ্ন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর​

ভারত এ দলের হয়ে কোচ হিসেবে পেয়েছিলেন রাহুল দ্রাবিড়কে। যা কাজে এসেছে। অভিমন্যু বললেন, “বড় রান আসছিল না। ৬০-৭০ করে আউট হয়ে যাচ্ছিলাম। রঞ্জি ম্যাচেও তা হচ্ছিল। নিউজিল্যান্ডেও তা হচ্ছিল। তখনই রাহুল-স্যার আমাকে বলেন যে রান নিয়ে না ভেবে পদ্ধতিতে মন দিতে। স্যারের সঙ্গে অনেক কথা বলেছিলাম। বেশি ভাবতে বারণ করেন তিনি। একটা ওভার করে ধরে খেলতে বলেন। তখন পরিস্থিতি কী, কী ভাবে খেলা দরকার, এগুলোতে মন দিতে বলেন।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE