Advertisement
০৫ নভেম্বর ২০২৪

লোকেশ-অম্বাতির ব্যাটে জয় দিয়েই শুরু ধোনি অ্যান্ড ব্রিগেডের

অভিষেকেই বাজিমাত লোকেশ রাহুলের। ব্যাট হাতে হাঁকালেন সেঞ্চুরি। ছ্ক্কা মেরে জয় এনে দিলেন দলকে। সঙ্গে তৈরি হয়ে গেল আরও এক ওপেনার। যোগ্য সঙ্গত অম্বাতি রায়ডুর। তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে অপরাজিত ৬২ রানের ইনিংস। তা আগে অবশ্য বল হাতে নিজের কাজটি ভালই করে গিয়েছেন বুমরাহ।

শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ১৮:০৮
Share: Save:

জিম্বাবোয়ে ১৬৮/১০ (৪৯.৫/৫০ ওভার)

ভারত ১৭৩/১ (৪২.৩/৫০ ওভার)

অভিষেকেই বাজিমাত লোকেশ রাহুলের। ব্যাট হাতে হাঁকালেন সেঞ্চুরি। ছ্ক্কা মেরে জয় এনে দিলেন দলকে। সঙ্গে তৈরি হয়ে গেল আরও এক ওপেনার। যোগ্য সঙ্গত অম্বাতি রায়ডুর। তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে অপরাজিত ৬২ রানের ইনিংস। তা আগে অবশ্য বল হাতে নিজের কাজটি ভালই করে গিয়েছেন বুমরাহ। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ধোনি। এক ঝাঁক নতুন মুখকে নিয়ে জিম্বাবোয়েতে সিরিজ খেলতে গিয়েছেন অধিনায়ক ধোনি। প্রথম একদিনের ম্যাচেই অভিষেক হচ্ছে করুণ নায়ার, উজভেন্দ্র চাহাল ও লোকেশ রাহুলের। ৯.৫ ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট নিয়েন বুমরাহ। জোড়া উইকেট কূলকার্নী ও স্রানের। একটি করে উইকেট অক্ষর পটেল ও চাহালের। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ রান ৪১ করেন চিগুমবুরা। জিম্বাবোয়ে সফরের শুরুটা ভালই হল ধোনি বাহিনীর।

• লোকেশ রাহুলের ছক্কায় প্রথম জয় তুলে নিল ভারত।

• ৯২ এ ব্যাট করছেন লোকেশ রাহুল। ৬২তে অম্বাতি রায়ডু।

• ৪৮ বলে ভারতের দরকার মাত্র ৪ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

• ৪২ ওভারে ভারত ১৬৫/১।

• ৪১ ওভারে ভারত ১৬২/১।

• লোকেশ রাহুল ব্যাট করছেন ৮৮তে। রায়ডু ৫৯ এ।

• ৪০ ওভারে ভারত ১৫৮/১।

• আর ৭ রান করলেই ভারতীয়দের মধ্যে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে য়াবে লোকেশ রাহুলের।

• ৩৯ ওভারে ভারত ১৫৬/১।

• ৩৮ ওভারে ভারত ১৪৯/১।

• এই ওভারে মাত্র ১ রান এল।

• ৩৭ ওভারে ভারত ১৪৫/১।

• ৩৬ ওভারে ভারত ১৪৪/১।

• ১৫ ওভারে ভারতের দরকার ৩২ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

• ৩৫ ওভারে ভারত ১৩৭/১।

• হাফ সেঞ্চুরি অম্বাতি রায়়ডুরও। ৭৪ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল।

• ৩৪ ওভারে ভারত ১৩৩/১।

• ৩৩ ওভারে ভারত ১৩১/১।

• ৩২ ওভারে ভারত ১২৭/১।

• ৩১ ওভারে ভারত ১২৪/১।

• ২০ ওভারে ভারতের দরকার ৫১ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

• ৩০ ওভারে ভারত ১১৭/১।

• ২৯ ওভারে ভারত ১১৩/১।

• এই ওভার থেকে এল ২ রান।

• ২৮ ওভারে ভারত ১১০/১।

• ২৭ ওভারে ভারত ১০৮/১।

• ২৪ ওভারে জিততে হলে ভারতের দরকার ৬৬ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

• এই ওভারে ভারত নিল ৫ রান।

• ২৬ ওভারে ভারত ১০৩/১।

• ৩৫ রানে ব্যাট করছেন অম্বাতি রায়ডু।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ২৫ ওভারে ভারত ৯৮/১।

• লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরি। অভিষেকে তিনিই দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যাঁর ব্যাট থেকে এল হাফ সেঞ্চুরি। এর আগে এই নজির ছিল রবিন উথাপ্পার।

• মেডেন ওভার চাতারার।

• ২৪ ওভারে ভারত ৯৫/১।

• এই ওভার থেকে এল ১২ রান।

• ২৩ ওভারে ভারত ৯৫/১।

• ২২ ওভারে ভারত ৮৩/১।

• এই ওভার থেকে এল ৮ রান। চিগুমবারাকে বাউন্ডারি হাঁকালেন বাউন্ডারি।

• ২১ ওভারে ভারত ৭৭/১।

• এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• ২০ ওভারে ভারত ৬৯/১।

• এই ওভার থেকে এল ১৫ রান।

• ১৯ ওভারে ভারত ৬৮/১।

• চিগুমবুরাকে রায়ডুর বাউন্ডারি।

• চিগুমবুরাকে রাহুলের বাউন্ডারি।

• ভারতের রান রেট এই মুহূর্তে ২.৯১।

• এই ওভার থেকে ৩ রানই আসে ভারতের ঘরে।

• ১৮ ওভারে ভারত ৫৩/১।

• ৩৩ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ১১৯ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

• এই ওভারে এল ৮ রান।

• ১৭ ওভারে ভারত ৫০/১।

• চিগুমবুরাকে রায়ডুর বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ২রান।

• ১৬ ওভারে ভারত ৪২/১।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ১৫ ওভারে ভারত ৪০/১।

• ২২ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। ৮ রানে অম্বাতি রায়ডু।

• এই ওভার থেকে এল ২ রান।

• ১৪ ওভারে ভারত ৩৭/৭।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ১৩ ওভারে ভারত ৩৫/১।

• চিভাভার মেডেন ওভার।

• ১২ ওভারে ভারত ৩০/১।

• এই ওভার থেকে এল মাত্র ৩ রান।

• ১১ ওভারে ভারত ৩০/১।

• এই ওভার থেকে এল ২ রান।

• ১০ ওভারে ভারত ২৭/১।

• ৯ ওভারে ভারত ২৫/১।

• লোকেশ রাহুল ব্যাট করছেন ১৬ রানে।

• এখনও খাতা খুলতে পারেননি অম্বাতি রায়ডু।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ৮ ওভারে ভারত ২২/১।

• মুজারবানিকে রাহুলের বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ৭ ওভারে ভারত ১৭/১।

• চাতারাকে রাহুলের বাউন্ডারি।

• এই ওভারেও ১ রানের বেশি নিতে ব্যর্থ ভারত।

• ৬ ওভারে ভারত ১২/১।

• এই ওভারে এক উইকেট হারিয়ে এল মাত্র এক রান।

• ৫ ওভারে ভারত ১১/১।

• ব্যাট করতে এলেন অম্বাতি রায়াডু।

• চাতারার বলে সিকান্দর রাজাকে ক্যাচ দিয়ে আউট করুণ নায়ার। করলেন মাত্র ৭ রান।

• আউট...

• এই ওভার থেকে এল সেই ১ রান।

• ৪ ওভারে ভারত ১০/০।

• এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• ৩ ওভারে ভারত ৯/০।

• পিচ অনেকটাই স্লো হয়ে গিয়েছে। তেমনভাবে এখনও রানের মুখ দেখতে পায়নি ভারত।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ২ ওভারে ভারত ৮/০।

• মুজারবানিকে করুণ নায়ারের বাউন্ডারি।

• ১ ওভারে ভারত ৪/০।

• বল করছেন চাতারা।

• ওপেন করতে নেমেছেন লোকেশ রাহুল ও করুণ নায়ার।

• ভারতের ব্যাটিং শুরু।

• ৪৯.৫ ওভারে ১৬৮ রানে শেষ জিম্বাবোয়ের ইনিংস।

• বুমারহর বলে রায়াডুকে ক্যাচ দিয়ে আউট চাতারা। করলেন ৪ রান।

• আউট...

• বুমরাহর বলে বোল্ড চিগুমবারা। করলেন ৪১ রান।

• আউট...

• এই ওভারেও এল ৫ রান।

• ৪৯ ওভারে জিম্বাবোয়ে ১৬৬/৮।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ৪৮ ওভারে জিম্বাবোয়ে ১৬১/৮।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ৪৭ বলে জিম্বাবোয়ে ১৬৫/৮।

• কূলকার্নীর বলে বোল্ড ক্রেমার। করলেন ৮ রান।

• আউট...

• ৩৩ রানে ব্যাট করছেন এল্টন চিগুমবারা। গ্রেম ক্রেমারের রান ৮।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ৪৬ ওভারে জিম্বাবোয়ে ১৫২/৭।

• এই ওভার থেকে এল ৭ রান।

• ৪৫ ওভারে জিম্বাবোয়ে ১৪৮/৭।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ৪৪ ওভারে জিম্বাবোয়ে ১৪১/৭।

• চাহালের বলে রাহুলকে ক্যাচ দিয়ে আউট মুতুম্বামি। করলেন ১৫ রান।

• আউট....

• ৪৩ ওভারে জিম্বাবোয়ে ১৩৮/৬।

• স্রানকে মুতুম্বামির বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ৪২ ওভারে জিম্বাবোয়ে ১৩১/৬।

• ৪১ ওভারে জিম্বাবোয়ে ১২৫/৬।

• এই ওভার থেকে এল মাত্র ৪ রান।

• বুমরাহকে বাউন্ডারি মুতুম্বানি।

• ৪০ ওভারে জিম্বাবোয়ে ১২২/৬।

• চাহালের এই ওভার থেকে এল ২ রান।

• ৩৯ ওভা্রে জিম্বাবোয়ে ১১৮/৬।

• স্রানের এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• ৩৮ ওভারে জিম্বাবোয়ে ১১৬/৬।

• স্রানের বলে বোল্ড সিকান্দর রাজা। করলেন ২৩ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ২ রান।

• ৩৭ ওভারে জিম্বাবোয়ে ১১৫/৫।

• ৩৬ ওভারে জিম্বাবোয়ে ১১৩/৫।

• বল হাতে ফিরলেন স্রান।

• ৩৫ ওভারে জিম্বাবোয়ে ১০৯/৫।

• চিগুমবারা ব্যাট করছেন ১৭ রানে। সিকান্দর রাজা ব্যাট করছেন ১৯ রানে।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ৩৪ ওভারে জিম্বাবোয়ে ১০৫/৫।

• ৩৩ ওভারে জিম্বাবোয়ে ১০২/৫।

• অক্ষর পটেলের মেডেন।

• ৩২ ওভারে জিম্বাবোয়ে ১০২/৫।

• ৩১ ওভারে জিম্বাবোয়ে ৯৫/৫।

• এল্টন চিগুম্বারা ব্যাট করছেন ১০ রানে। একই রানে ক্রিজে রয়েছেন সিকান্দর রাজা।

• এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• ৩০ ওভারে জিম্বাবোয়ে ৯১/৫।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ২৯ ওভারে জিম্বাবোয়ে ৯০/৫।

• ২৮ ওভারে জিম্বাবোয়ে ৮৫/৫।

• স্টাম্পের আবেদন খারিজ।

• ২৭ ওভারে জিম্বাবোয়ে ৮১/৫।

• পর পর দু’ওভার থেকে এল ২ রান।

• ২৬ ওভারে জিম্বাবোয়ে ৭৯/৫।

• ২৫ ওভারে জিম্বাবোয়ে ৭৭/৫।

• চাহালের মেডেন ওভার।

• ২৪ ওভারে জিম্বাবোয়ে ৭৭/৫।

• পটেলের বলে ফজলকে ক্যাচ দিয়ে আউট আরভিন। করলেন ২১ রান।

• আউট...

• ২২ ওভারে জিম্বাবোয়ে ৭৩/৪।

• এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• ২১ ওভারে জিম্বাবোয়ে ৭২/৪।

• এই ওভার থেকে এল ২ রান।

• ২০ ওভারে জিম্বাবোয়ে ৭০/৪।

• এই ওভার থেকে এল ১ রান।

• বুমরাহর বলে দোনিকে ক্যাচ দিয়ে আউট সিবান্দা। করলেন মাত্র ৫ রান।

• আউট...

• ১৯ ওভারে জিম্বাবোয়ে ৬৯/৩।

• চাহালের ওভারে ৪ রান এল জিম্বাবোয়ের ঘরে।

• ১৮ ওভারে জিম্বাবোয়ে ৬৫/৩।

• এই ওভার থেকে এল ৯ রান।

• বুমরাহর বলে আরভিনের ক্যাচ ফেললেন লোকেশ রাহুল।

• ১৭ ওভারে জিম্বাবোয়ে ৫৬/৩।

• ১৬ ওভারে জিম্বাবোয়ে ৫০/৩।

• বুমরাহর আবার মেডেন। লেগ বাইয়ের জন্য একটি রান এল এই ওভারে।

• ক্রেগ আরভিনের সঙ্গে ব্যাট করতে এসেছেন ভুসি সিবান্দা।

• ১৫ ওভারে জিম্বাবোয়ে ৪৯/৩।

• এই ওভার থেকে এল ২ রান।

• ১৪ ওভারে জিম্বাবোয়ে ৪৭/৩।

• বুমরাহর মেডেন ওভার।

• বুমরাহর বলে বোল্ড চিভাভা। করলেন ১৩ রান।

• আউট...

• ১৩ ওভারে জিম্বাবোয়ে ৪৭/২।

• তাঁর ওভারে এল ৩ রান।

• বল করতে এলেন অক্ষর পটেল।

• ১২ ওভারে জিম্বাবোয়ে ৪৪/২।

• এই ওভার থেকে এল ৯ রান।

• স্রানকে আরবিনের বাউন্ডারি।

• এই মুহূর্তে জিম্বাবোয়ের রান রেট ৩.২৭।

• ১১ ওভারে জিম্বাবোয়ে ৩৫/২।

• বুমরাহর ওবারে ৩ রান লিন জিম্বাবোয়ে।

• এখনও খাতা খুলতে পারেননি ক্রেগ আরভিন।

• বল করতে এসেছেন বুমরাহ।

• ১০ ওভারে জিম্বাবোয়ে ৩২/২।

• স্রানের এই ওভার থেকে এল ২ রান।

• ব্যাট করতে এলেন ক্রেগ আরভিন।

• ৯ ওভারে জিম্বাবোয়ে ৩০/২।

• এই ওভার থেকে এল ৪ রান।

• কূলকার্নীর বলে ধোনিকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মাসাকাজা। করলেন ১৪ রান।

• আউট....

• ধবল কূলকার্নীকে মাসাকাজার বাউন্ডারি।

• হ্যামিল্টন াসাকাজা ব্যাট করছেন ১৪ রানে ও চামু চিভাভা ক্রিজে রয়েছেন ৮ রানে।

• ৮ ওভারে জিম্বাবোয়ে ২৬/১।

• এক ওভারে এই প্রথম ৮ রান এল।

• ম্যাচের প্রথম বাউন্ডারি। স্রানকে মাসাকাজা।

• ৭ ওভারে জিম্বাবোয়ে ১৮/১।

• ম্যাচের প্রথম মেডেন ওভার ধবল কূলকার্নীর।

• ৬ ওভারে জিম্বাবোয় ১৮/১।

• এই ওভার থেকেও এল ২ রান।

• প্রতি ওভারে ২ থেকে ৩ রানের বেশি তুলতে পারছেন না জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা।

• ৬ রানে ব্যাট করছেন চিভাভা ও ২ রানে ব্যাট করছেন মাসাকাজা।

• ৫ ওভারে জিম্বাবোয়ে ১৬/১।

• এই ওভার থেকে এল ২ রান।

• ৪ ওভারে জিম্বাবোয়ে ১৪/১।

• অল্পের জন্য মিস স্টাম্প আউট।

• এই ওভার থেকে এল ৩ রান।

• স্রান, কূলকার্নীর বলের দাপটে এখনও হাত খুলে ব্যাট করতে পারেননি জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা।

• ৩ ওভারে জিম্বাবোয়ে ১১/১।

• এই ওভার থেকে এল মাত্র ৩ রান।

• ব্যাট করতে এলেন হ্যামিল্টন মাসাকাজা।

• ২ ওভারে জিম্বাবোয়ে ৮/১।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• স্রানের বলে এলবিডব্লু মুর। করলেন মাত্র ৩ রান।

• আউট...

• ১ ওভারে জিম্বাবোয়ে ৬/০।

• জিম্বাবোয়ের হয়ে ব্যাট করছেন চামু চিভাভা ও পিটার মুর।

• ভারতের হয়ে বল করতে এসেছেন ধবল কূলকার্নী।

• খেলা শুরু।

অন্য বিষয়গুলি:

India vs Zimbabwe One day series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE