শো-কজ করা তো হচ্ছেই, সরাসরি জরিমানাও করা হতে পারে মোহনবাগানের সহ সচিব সৃঞ্জয় বসু ও কোচ সঞ্জয় সেনকে।
গত রবিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে আই লিগের শেষ খেলায় ম্যাচ কমিশনার মাইকেল অ্যান্ডু-কে গালাগালি করেছিলেন মোহনবাগানের সহ সচিব ও কোচ। ফেডারেশনে জমা দেওয়া তাঁর রিপোর্টে এই অভিযোগ করেছেন ম্যাচ কমিশনার। বুধবার এই রিপোর্ট জমা পড়েছে দিল্লির ফুটবল হাউসে।
রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ চলার সময় শিলংয়ে আইজল-লাজং এফসি ম্যাচের ফল মাইক্রোফোনে ঘোষণা করা হচ্ছিল। সে ব্যাপারে আপত্তি জানাতে গিয়েই অ্যান্ডুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মোহনবাগান সহ সচিব ও কোচ। পরে জানা গিয়েছিল, ফেডারেশনের নির্দেশেই এটা করতে হয়েছিল ম্যাচ কমিশনারকে।
ম্যাচ কমিশনারের রিপোর্ট ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। নিয়ম অনুযায়ী এ ক্ষেত্রে শো কজ বা সরাসরি জরিমানা করতে পারে শৃঙ্খলারক্ষা কমিটি। জানা গিয়েছে, মোহনবাগান কোচের চেয়ে সহ সচিবের বিরুদ্ধেই অভিযোগ বেশি রয়েছে রিপোর্টে। আই লিগের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সুনন্দ ধর খবরের সত্যতা স্বীকার করে নিয়ে বললেন, ‘‘রিপোর্ট পেয়েছি। এবং তা পাঠিয়েও দেওয়া হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। এ বার কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’ জানা গিয়েছে, ৭ মে দিল্লিতে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy