স্বাগত: প্যারিস সঁ জরমঁ-এর জার্সি হাতে নেমার। শনিবার অ্যামিয়েন্স এসসি-র বিরুদ্ধেও খেলবেন তিনি। ছবি: এএফপি।
প্যারিস সঁ জরমঁ (পিএসজি)-এর স্টেডিয়াম পার্ক দ্য প্রঁস-এর সামনে শুক্রবার সকাল থেকেই তাঁর প্রতীক্ষায় কয়েক হাজার ভক্ত। তিনি, নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) ব্যক্তিগত বিমানে পর্তুগাল থেকে প্যারিসে নামলেন ন’টা নাগাদ। কিন্তু বিশ্রাম নিয়ে দুপুর দেড়টা নাগাদ পৌঁছলেন স্টেডিয়ামে। ক্লাব কর্তাদের সঙ্গে দ্রুত ঢুকে পড়লেন সাংবাদিক বৈঠক করতে। চুক্তিতে সই করার পরে অবশেষে মুখ খুললেন নেমার। প্রথমবার জানালেন, বার্সেলোনা ছেড়ে প্যারিস সঁ জরমঁ-এ যোগ দেওয়ার কারণ।
অর্থের জন্য দলবদল নয়: রেকর্ড ট্রান্সফার ফি (ভারতীয় মুদ্রায় ১৬৭৩ কোটি) পিএসজি-তে সই করেছেন তিনি। এ দিন সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছেন, ‘‘শুধুমাত্র অর্থের জন্য পিএসজি-তে খেলার সিদ্ধান্ত নিইনি। অর্থকে যদি প্রাধান্য দিতাম, তা হলে অন্য ক্লাবে সই করতাম। পিএসজি-তে আসার সিদ্ধান্ত হৃদয় থেকেই নিয়েছি। তবে আমি হতাশ, যারা বলছে আমি শুধু মাত্র অর্থের জন্যই বার্সা ছেড়েছি।’’
আদর্শ লিওনেল মেসি: আর্জেন্তিনা অধিনায়কের ছায়া থেকে বেরিয়ে আসাতে মরিয়া নেমার। সেই কারণেই নাকি পিএসজি-তে যোগ দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে এ দিন সেই জল্পনা উড়িয়ে নেমার বলেছেন, ‘‘মেসি আমার আদর্শ। বার্সায় যোগ দেওয়ার পর প্রথম এক সপ্তাহ মানসিক ভাবে আমি প্রচণ্ড চাপে ছিলাম। মেসির জন্যই চাপমুক্ত হতে পেরেছিলাম। ওর সঙ্গে খেলাটাও অনেক সহজ ছিল। তাই মেসির জন্য কখনওই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিইনি।’’
আরও পড়ুন: নেমারের আগে রেকর্ড দামে বিক্রি হয়েছেন এঁরা
ক্লাব ছাড়ায় মত ছিল না বাবার: চুক্তি ভেঙে নেমারের পিএসজি-তে যাওয়ার জন্য ব্রাজিলীয় তারকার বাবা সিনিয়র নেমারকেই দায়ী করছে ফুটবলবিশ্ব। কিন্তু শুক্রবার প্যারিসে পা দিয়েই নেমারের দাবি, ‘‘বাবা চেয়েছিলেন আমি বার্সাতেই খেলি। পিএসজি-তে আসার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। কেউ আমাকে প্রভাবিত করেনি।’’
বার্সেলোনা প্রসঙ্গে আবেগপ্রবণ: যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে সপ্তাহ দু’য়েক আগে বার্সার জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। জেরার পিকে, সের্জিও বুস্কেৎস-রা তাঁকে পিএসজি-তে না যাওয়ার অনুরোধ করেছিলেন। এ দিন প্রাক্তন সতীর্থদের প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নেমার। বলেছেন, ‘‘একঝাঁক দুর্দান্ত ফুটবলারদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি বার্সায়। ফলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই সহজ ছিল না।’’ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে বার্সা সমর্থকদের উদ্দেশ্যে চিঠিও লিখেছেন তিনি।
সমালোচকদের জবাব: ফরাসি লিগের মান নিয়ে ফুটবল পণ্ডিতরা প্রশ্ন তুলছেন। পিএসজি-তে যোগ দিয়ে নেমারের জবাব, ‘‘অনেকেই ফরাসি লিগের সমালোচনা করছেন। কিন্তু এই লিগে যারা খেলছে, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। ফরাসি লিগ একেবারেই সহজ নয়।’’
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন: বার্সার হয়ে ২০১৪-’১৫ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। এ বার পিএসজি-কে ইউরোপ সেরা করার স্বপ্ন বিশ্বের সবচেয়ে মূল্যবান তারকার। সাংবাদিক বৈঠকে সেরেই নেমে পড়েন অ্যামিয়েন্স এসি ম্যাচের প্রস্তুতিতে নেমার বলেছেন, ‘‘ইউরোপে চার বছর খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন আমি নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। পিএসজি-র হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাই আমার প্রধান লক্ষ্য।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy