আইপিএলের নতুন আকর্ষণ হিসেবে শিমরন হেটমায়ারের চাহিদা বাড়তে শুরু করে দিয়েছে।—ছবি এএফপি
ভারতের বিরুদ্ধে পরপর দু’টি ওয়ান ডে-তে ঝোড়ো ইনিংস খেলার পরে আইপিএলের নতুন আকর্ষণ হিসেবে শিমরন হেটমায়ারের চাহিদা বাড়তে শুরু করে দিয়েছে। আগামী আইপিএল নিলামে তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কাড়াকাড়ি হলেও অবাক হওয়ার থাকবে না।
গুয়াহাটির সেঞ্চুরি দেখে হরভজন টুইট করেছিলেন, ‘‘পরের আইপিএলে মিলিয়ন ডলার বেবি হতে চলেছে এই ছেলেটা, হেটমায়ার।’’ এমনিতেই বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ক্যারিবিয়ানদের চাহিদা তুঙ্গে। ক্রিস গেল, ডোয়েন ব্র্যাভো, আন্দ্রে রাসেলরা বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান সারা বছর ধরে। এই তালিকায় এ বার নতুন সংযোজন হতে পারেন এই হেটমায়ার। একেই বাঁহাতি আগ্রাসী ব্যাটসম্যান তিনি। তার ওপরে আবার ভারতের উইকেট ও পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ভারতীয় স্পিনারদের পাল্টা আক্রমণ করার ক্ষমতা রয়েছে তাঁর।
১৪টি ওয়ান ডে ম্যাচে তাঁর রান ৬৭৯, তিনটি সেঞ্চুরি-সহ। বুধবার মাত্র ছ’রানের জন্য চতুর্থ সেঞ্চুরিটি করতে পারলেন না। কিন্তু তাঁর ৬৪ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস ভারতীয় দলকে অসহায় করে তুলেছিল। ২১ বছর বয়সি বাঁ হাতি ব্যাটসম্যান মেরেছেন চারটি চার ও সাতটি ছয়। বিরাট কোহালিও হেটমায়ারের প্রশংসা করেন এ দিন। চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পরেই তাঁকে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক করা হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy