রোম মাস্টার্সেও দারুণ শুরু করলেন রাফায়েল নাদাল। বুধবার। ছবি: এএফপি
নাম দামির জুমহুর। দেশ বসনিয়া। নিজের দেশের এক নম্বর টেনিস তারকা। কিন্তু বসনিয়ায় বিখ্যাত, অসংখ্য বান্ধবী সব সময় তাঁর সঙ্গে থাকেন বলে। দু’টি সিনেমাতেও অভিনয় করেছেন। র্যাঙ্কিং ৩১। আজ পর্যন্ত কোনও গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেননি।
এ হেন একজন, রাফায়েল নাদাল নামক কিংবদন্তির সামনে উড়ে যাবেন তাতে আর আশ্চর্য কী! হয়েছেও তাই। নামেই দু’সেটের লড়াই। বুধবার রোমে বহু কষ্টে একটা গেম দামির জিততে পারলেন স্পেনীয় মহাতারকার বিরুদ্ধে। এবং নাদালের পক্ষে ফল দাঁড়াল ৬-১, ৬-০।
কে বলবে এই সে দিন মাদ্রিদে কোয়ার্টার ফাইনালে রাফা হেরেছেন দমিনিক থিমের কাছে। অথচ রোম মাস্টার্সের প্রথম রাউন্ডে তিনি বিধ্বংসী মেজাজে ছিলেন বললেও যেন কম বলা হবে।
প্রতিযোগিতা শুরুর আগে সাংবাদিক সম্মেলনে কে একজন নাদালকে মনে করিয়েছিলেন, মাদ্রিদে হারের কথা। তাতে বেশ বিরক্ত হয়ে তিনি মন্তব্য করেন, ‘‘আরে ছাড়ুন ওই ম্যাচটার কথা। কেন হেরেছিলাম সেটা দিব্যি বুঝতে পেরেছি। দেখবেন আর ওই ভুল হচ্ছে না। এখন শুধু রোমের কথাই বলুন।’’
নাদালের মুখে উপচে পড়া আত্মবিশ্বাস দেখে সম্মেলনে হাজির সাংবাদিকেরা খানিক অবাকই হন। এমনকী রজার ফেডেরার তাঁর এক নম্বরের আসনটা যে আবার কেড়ে নিয়েছেন তা নিয়ে প্রশ্ন করা হলে চটজলদি জবাবটা ছিল, ‘‘ওসব ভাবছিই না। চোট সারিয়ে ফিরে নিজের খেলায় একটু বেশিই সন্তুষ্ট। এখন একটা একটা করে প্রতিযোগিতা মাথায় নিচ্ছি। রোমে ভাল খেলতেই হবে। তারপর রোলাঁ গারোজের কথা ভাবা যাবে।’’
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্লে কোর্ট তারকা রোমে পা রেখেই বলে রেখেছেন, ‘‘মাদ্রিদের হার আমার খেলায় প্রভাবই ফেলবে না। একটা প্রতিযোগিতায় হারা নিয়ে বেশি দিন ভাবি না। এমনকী জেতা নিয়েও নয়। সব সময় চোখ থাকে সামনের দিকে। এখন যেমন রোমে ভাল কিছু করাই একমাত্র লক্ষ্য। শুধু একটা কথাই মাথায় রাখছি। আপাতত চোট নিয়ে সমস্যা নেই, তাই আগের চেয়ে অনেক ভাল খেলা উচিত। মনে হয় সেটা খেলছিও।’’
নিজের হালফিলের পারফরম্যান্স নিয়ে কিংবদন্তি তারকার বিশ্লেষণ, ‘‘আমি জানি আমার অসুস্থতা কতটা মারাত্মক ছিল। সেখান থেকে ফিরে এসে তিনটি প্রতিযোগিতায় খেলে দু’টোতেই চ্যাম্পিয়ন হয়েছি। মাদ্রিদেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তো উঠেছিলাম। এমন সব সাফল্যই আমাকে আরও আত্মবিশ্বাসী করে। তাই মনে হচ্ছে, রোমেও পারব। পারব প্যারিসেও।’’ রোমে শেষ বার নাদাল চ্যাম্পিয়ন হন ২০১৩ সালে। এ বার যে ভাবে শুরু করলেন তাতে তাঁকে ছাড়া অন্য কাউকে ফেভারিট ভাবতে পারছেন না টেনিস পণ্ডিতেরা। নাদাল নিজে বলেছেন, ‘‘শুধু রোমে না, দেখবেন মাদ্রিদে হারের প্রভাব ফরাসি ওপেনেও পড়বে না। এমনও হতে পারে এখানে হেরে ফরাসি ওপেনে জিতলাম। বা এখানে ট্রফি জিতে প্যারিসে সফল হলাম। সবই সম্ভব। ’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy