Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ফের চোট, নাম তুললেন নাদাল

চিকিৎসকরা নাদালকে সতর্ক করে দেন এর পরে চোট নিয়ে খেললে সেটা আরও বেড়ে যেতে পারে। সেই কারণেই তিনি কোনও ঝুঁকি না নিেয় নাম তুলে নেন।

ধাক্কা: মেক্সিকো ওপেনে সাংবাদিক বৈঠকে নাদাল। ছবি: এএফপি

ধাক্কা: মেক্সিকো ওপেনে সাংবাদিক বৈঠকে নাদাল। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০৫:১১
Share: Save:

কোমরের চোট সারিয়ে মেক্সিকো ওপেনে নামার আগেই ফের ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। আকাপুলকোয় ম্যাচে নামার আগেই পায়ে ব্যথার সমস্যায় নাম তুলে নিলেন স্প্যানিশ তারকা।

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরে সাংবাদিক বৈঠকে নাদাল বলেন, ‘‘আমার লক্ষ্য ছিল এই টুর্নামেন্টে নামা। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ প্র্যাক্টিস সেশনে পায়ে একটা ব্যথা টের পাই।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘এই টুর্নামেন্টটায় ফিট হয়ে নামার জন্য যা যা করার দরকার সব প্রস্তুতি নিয়েই নেমেছিলাম। এমনকী এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ারও চেষ্টা করেছি। সে জন্য প্রথমে কজুমেলে গিয়েছিলাম (মেক্সিকোর একটি দ্বীপ)। তবে মঙ্গলবার টুর্নামেন্টে নামার আগে প্র্যাক্টিস করতে গিয়ে পায়ে ফের ব্যথা হচ্ছিল। ঠিক যেখানে সমস্যা হচ্ছিল অস্ট্রেলিয়ায় খেলার সময়।’’

চিকিৎসকরা নাদালকে সতর্ক করে দেন এর পরে চোট নিয়ে খেললে সেটা আরও বেড়ে যেতে পারে। সেই কারণেই তিনি কোনও ঝুঁকি না নিেয় নাম তুলে নেন। তবে নাদাল আশাবাদী এই চোটটা খুব গুরুতর কিছু নয়। তিনি বলেন, ‘‘এখনও জানি না চোটটা ঠিক কী রকম। তবে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার মতো অতটা গুরুতর নয়।’’

১৬টি গ্র্যান্ড স্ল্যামের মালিক অবশ্য এর আগে বলেছিলেন তিনি পুরোপুরি ফিট। চোটের কোনও সমস্যা নেই। মেক্সিকো ওপেন তাঁর প্রিয় টুর্নামেন্ট এবং অস্ট্রেলিয়া ওপেনের পরে ফের কোর্টে নামার জন্য মুখিয়ে রয়েছেন। এখন অবশ্য বলছেন, ‘‘হয়তো চোটটা সামান্য। তবে সেটাও পরিষ্কার নয়। যতক্ষণ না পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে, বলা যাচ্ছে না চোটের প্রকৃতিটা ঠিক কী রকম।’’ নাদালের এই চোটে আগামী মাসে ইন্ডিয়ান ওয়েলস এ মায়ামিতেও তিনি অনিশ্চিত হয়ে পড়লেন।

অন্য বিষয়গুলি:

Rafa Nadal Tennis Injury Mexican Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE