সাংবাদিক সম্মেলনে মাশরাফি। ছবি: পিটিআই।
আইসিসির নির্বাসনের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দলে পাচ্ছে দুই বিশ্বস্ত বোলার তাসকিন আহমেদ ও আরাফত সানি। এমন অবস্থায় দেশ থেক দুই বোলার সাকলাইন ও শুভাগতকে উড়ে আনা হলেও মুস্তাফিজুরকে ফেরাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের সময় চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল বাংলাদেশ দলের সব থেকে ভয়ঙ্কর এই বোলারকে। বিশ্বকাপে এখনও বল হাতে নামতে পারেননি। যদিও দলের সঙ্গে থেকেই রিহ্যাব করছেন কাটার মাস্টার। ধর্মশালায় তাঁকে নামানোর কথা থাকলেও সুপার ১০ এর কথা ভেবে ঝুঁকি নেওয়া হয়নি। কিন্তু এখন রীতিমতো সমস্যায় দল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে মরিয়া মাশরাফিরা। তাই দরকার কাটার মাস্টারকে। ২০ শতাংশ ফিট থাকলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখা যাবে মুস্তাফিজুরকে।
ধর্মশালায় দলের তরফ থেকে জানানো হয়েছিল পুরো ফিট হয়ে গিয়েছেন মুস্তাফিজুর। কিন্তু তাঁকে খেলতে দেখা যায়নি। যা খবর বেঙ্গালুরুর উইকেটে রান ভালই উঠবে। যে কারণে আরও বেশি দরকার মুস্তাফিজুরকে। অধিনায়ক মাশরাফিও চাইছেন যেভাবেই হোক মুস্তাফিজুরকে নামাতে। অধিনায়ক পরিস্কার জানিয়ে দিয়েছেন, তাঁদের কাছে আর কোনও বিকল্প নেই। ২০ শতাংশ ফিট থাকলেই মুস্তাফিজুর খেলবেন সেটাও স্বীকার করে নিলেন তিনি। তবে এখন অনেকটাই ফিট কাটার মাস্টার। তবে এই ধরনের চোট থেকে ফেরা খুব কঠিন। ম্যাচের দিন বিকেল পর্যন্ত চেষ্টা করা হবে মুস্তাফিজুরকে খেলানোর। যে দু’জনকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে তাঁদের খেলার সম্ভবনা খুব একটা নেই।
আরও পড়ুন...
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy