ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) টেবলে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে জামশেদপুর এফসি। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মুম্বই সিটি এফসি। আইএসএলের প্লে-অফে যোগ্যতা অর্জনের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ, বৃহস্পতিবার মুম্বইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।
জামশেদপুর কোচ স্টিভ কপেল এ দিন বলেছেন, ‘‘প্রথম পর্বে ফল হয়েছিল ২-২। কারণ দু’দলই জিততে মরিয়া ছিল। এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। তাই সতর্ক থাকতে হবে’’ তবে জামশেদপুর কোচ এই ম্যাচকে মরণ-বাঁচন বলতে রাজি নন। তিনি বলেছেন, ‘‘এখনও পাঁচটা ম্যাচ বাকি আছে। হারলেও কিন্তু প্লে-অফ খেলার সুযোগ থাকবে। তবে কাজটা অনেক কঠিন হয়ে যাবে।’’
মুম্বই কোচ আলেকজান্দ্রো গুইমারেস চিন্তিত প্রতিপক্ষের ডিফেন্ডারদের নিয়ে। তিনি বলেছেন, ‘‘জামশেদপুরের রক্ষণ খুব শক্তিশালী। ওদের বিরুদ্ধে গোল করা কঠিন। তাই সামান্য সুযোগও কাজে লাগাতে হবে।’’ মুম্বইয়ের ফুটবলাররা আগের ম্যাচে গোয়াকে ৪-৩ হারিয়ে দারুণ ভাবে উজ্জীবিত। চোটের কারণে গোয়ার বিরুদ্ধে খেলতে পারেননি অধিনায়ক লুসিয়ান গোইয়ান ও লিও কোস্তা। দু’জনকেই জামশেদপুরের বিরুদ্ধে সম্ভবত পাচ্ছেন আলেকজান্দ্রো।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy