দিপান্দা ডিকা।
ক্লাব কর্তাদের মধ্যে বিবাদ চরম পর্যায়ে। দুই শীর্ষ কর্তার পদত্যাগে আরও জটিল হয়েছে পরিস্থিতি। মোহনবাগানের সুপার কাপের অনুশীলনও সোমবার শুরু হল কিছুটা আগোছালভাবে।
দুই বিদেশি আক্রম মোগরাভি আর ক্যামেরন ওয়াটসন এখনও শহরে এসে পৌঁছননি। ইউতা কিনওয়াকি মাঠে থাকলেও পায়ে বরফ বেঁধে বসেছিলেন। জাপানি মিডিও নামেননি অনুশীলনে। এ রকম অবস্থার মধ্যেও নতুন টুর্নামেন্টে ভাল কিছু করার অপেক্ষায় রয়েছেন দিপান্দা ডিকা। এ দিন সকালে অনুশীলনের পর তিনি বলে দিলেন, ‘‘ঘরের মাঠে প্রচুর পয়েন্ট নষ্টের জন্য আমাদের আই লিগ হাতছাড়া হয়েছে। সুপার কাপ পাওয়ার চেষ্টা করতে হবে।’’ ভুবনেশ্বরে শঙ্করলাল চক্রবর্তীর দলের প্রথম ম্যাচ ১ এপ্রিল। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। সেই ম্যাচের প্রস্তুতির শুরুর দিন মোহনবাগান কোচ শঙ্করলাল বলে দিলেন, ‘‘দেশের সব সেরা টিম খেলছে সুপার কাপে। আই লিগ পাইনি আমরা। সুপার কাপে চ্যাম্পিয়ন হতে পারলে সেটা হবে আরও গর্বের।’’
আই লিগে সর্বোচ্চ গোলদাতা হলেও এ বারও খেতাব জিততে পারেননি ডিকা। গতবার শিলং লাজং-এ খেলার সময়ও একই ঘটনা ঘটেছিল। সে জন্যই মোহনবাগান স্ট্রাইকার সুপার কাপ জিততে মরিয়া। বলছিলেন, ‘‘এই টুর্নামেন্টে আইএসএলের সব টিম খেলবে। খেতাব জেতা আরও কঠিন। তা সত্ত্বেও আমি আশাবাদী।’’ সুপার কাপের প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সের জয়ের মূল কারিগর ছিলেন ইস্টবেঙ্গল থেকে বিতাড়িত উইলিস প্লাজা। সেই প্লাজার বিরুদ্ধে নামতে হবে শুরুর ম্যাচেই। সেই প্রসঙ্গ তুললে ডিকার জবাব, ‘‘লড়াই প্লাজার সঙ্গে আমার নয়। মোহনবাগানের সঙ্গে চার্চিলের। ম্যাচটা জিততে হবে। আর সে জন্য গোল করতে হবে। সেটা মাথায় রাখছি আমরা।’’
এ দিকে অনুশীলন শুরুর দিনই ঠিক হয়ে গেল শনিবার মোহনবাগান কর্মসমিতির সভা হবে। সেখানেই ঠিক হবে ক্লাব নির্বাচনের দিন। নির্বাচন করার চেষ্টা হচ্ছে জুনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy