আর্থিক সমস্যায় থাকা মোহনবাগান কলকাতা লিগকে সে ভাবে গুরুত্বই দিতে চাইছে না। তাদের মূল লক্ষ্য এখন আই লিগ এবং ফেড কাপ। এমনিতে সবুজ-মেরুনের বেশির ভাগ ফুটবলারই আইএসএল খেলতে চলে গিয়েছেন। বাকি ফুটবলারদের নিয়ে যে তালিকা তৈরি হয়েছে তাতে বিদেশি ছাড়া ১৪-১৫ জনের বেশি ফুটবলার পাওয়া যাচ্ছে না। কলকাতা লিগে কাদের সই করানো হবে তা নিয়ে বাগান কোচ সঞ্জয় সেন একপ্রস্ত আলোচনা করে ফেলেছেন ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী, টেকনিক্যাল কমিটির সদস্য শিবাজি বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। বাগান কোচ বললেন, ‘‘গত বারের মতো কিছু জুনিয়র ফুটবলার নিয়ে নেব কলকাতা লিগের জন্য। তবে খুব বেশি হলে লিগে ২৫ জন ফুটবলার সই করাব।’’ আর সহসচিব সৃঞ্জয় বসুর বক্তব্য, ‘‘আজহারউদ্দিনের মতো তরুণ ফুটবলারদের তুলে আনার জন্য আমরা কলকাতা লিগকে ব্যবহার করব।’’ আর বিদেশি? ‘‘কাতসুমিও এ বার আইএসএল খেলবে। স্বভাবতই কোনও বিদেশি এই মুহূর্তে হাতে নেই। কর্তাদের সঙ্গে আলোচনা করেই একটা কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দু’জনের বেশি বিদেশি লিগে সই না করালেও চলবে,’’ বলছিলেন ফেডকাপ জয়ী কোচ সঞ্জয়। আজ বুধবার কর্মসমিতির সভা রয়েছে বাগান তাঁবুতে। সেখানে মোহনবাগান দিবস এবং কলকাতা লিগের টিম নিয়ে আলোচন হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy