Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Mohun Bagan

কামো-ক্রোমার যুগলবন্দিতে কাস্টমস বধ বাগানের

ম্যাচের ৩২ মিনিটে বাগানকে বহু কাঙ্খিত গোলটি এনে দেন গত ম্যাচের নায়ক বাই কামো। কামোর বিশ্বমানের গোলে ১-০ তে এগিয়ে যায় শতাব্দী প্রাচীন ক্লাবটি।

কাস্টমস ম্যাচের দুই গোলদাতা ক্রোমা এবং কামো। ছবি: সংগৃহীত

কাস্টমস ম্যাচের দুই গোলদাতা ক্রোমা এবং কামো। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ২০:১৮
Share: Save:

জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান। লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে দিল শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা। এ দিন ম্যাচের প্রথম থেকেই খেলার রাশ নিজেদের হাতে রাখেন কামো-কিংসলেরা। ম্যাচের প্রথম মিনিট থেকেই কাস্টমস রক্ষণভাগে হানা দিতে থাকেন আজহারুদ্দিন মল্লিকরা। কিন্তু আক্রমণ চালালেও বিপক্ষের গোল মুখে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিল বাগানের তরুণ দল। অবশেষে ম্যাচের ৩২ মিনিটে বাগানকে বহু কাঙ্খিত গোলটি এনে দেন গত ম্যাচের নায়ক বাই কামো। কামোর বিশ্বমানের গোলে ১-০ তে এগিয়ে যায় শতাব্দী প্রাচীন ক্লাবটি। প্রথমার্ধের শেষে বাগানের পক্ষে খেলার ফল ছিল ১-০।

আরও পড়ুন: নকআউট ম্যাকগ্রেগর, সুপারফাইট জিতে রিং-কে বিদায় জানালেন মেওয়েদার

আরও পড়ুন: বুমরাহর পাঁচ, ২১৭ রানে আটকে গেল শ্রীলঙ্কা

দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান ক্রোমা। ম্যাচে দুই গোলের লিড পেয়ে যায় গঙ্গা পারের ক্লাবটি। এর পর বহু বার চেষ্টা চালালেও আর গোলের মুখ খুলতে পারেননি কিংসলে, ক্রোমারা। ম্যাচ শেষ হয় ২-০ গোলে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE