Advertisement
০৬ নভেম্বর ২০২৪

হাল্কা অনুশীলনেই জোর দিল মহমেডান শিবির

দুই ম্যাচে পয়েন্ট তিন। প্রথম ম্যাচের জয়ের পর দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়়েছে দল। তবু লম্বা প্রতিযোগিতার কথা মাথায় রেখে এ দিন হালকা স্ট্রেচিংয়ের উপরেই অনুশীলন সীমাবদ্ধ রাখলেন মহমেডান কোচ। শিলিগুড়ির শক্তিগড় স্কুল ময়দানে তারা সকালে বল নিয়ে হালকা স্ট্রেচিং ও বল ছাড়াও খানিক ক্ষণ অনুশীলন করেন। পর দিন কাঞ্চনজঙ্ঘায় সকালের ম্যাচে খেলতে হবে তাঁদের। সে কথা মাথায় রেখে তাঁদের জোর করেননি কোচ অনন্ত ঘোষ। তিনি মুখে অবশ্য স্বীকারও করলেন সে কথা।

সংগ্রাম সিংহ রায়
শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৫ ০৩:৫১
Share: Save:

দুই ম্যাচে পয়েন্ট তিন। প্রথম ম্যাচের জয়ের পর দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়়েছে দল। তবু লম্বা প্রতিযোগিতার কথা মাথায় রেখে এ দিন হালকা স্ট্রেচিংয়ের উপরেই অনুশীলন সীমাবদ্ধ রাখলেন মহমেডান কোচ।

শিলিগুড়ির শক্তিগড় স্কুল ময়দানে তারা সকালে বল নিয়ে হালকা স্ট্রেচিং ও বল ছাড়াও খানিক ক্ষণ অনুশীলন করেন। পর দিন কাঞ্চনজঙ্ঘায় সকালের ম্যাচে খেলতে হবে তাঁদের। সে কথা মাথায় রেখে তাঁদের জোর করেননি কোচ অনন্ত ঘোষ। তিনি মুখে অবশ্য স্বীকারও করলেন সে কথা।

কাশ্মীরের দলটির কাছে হারায় তাদের দলের ছেলেদের কাজ কঠিন হয়ে গেল, মেনে নিচ্ছেন। এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল ধরে খেলবেন বলে জানালেন।তবে বিপক্ষে থাকা দলটির নাম আইজল এফসি যে প্রতিযোগিতার সবচেয়ে শক্ত প্রতিপক্ষ তাও মেনে নিলেন কোচ।অন্যদিকে দ্বিতীয়ার্ধে একই মাঠে নামছে অনেক চনমনে ইউনাইটেড স্পোর্টস।

গত ম্যাচে জয়ের স্বাদ পেয়ে আর পিছনের দিকে তাকাতে চাইছেন না তাঁরা। আগামী কাল তাঁদের মুখোমুখি হচ্ছে চানমারি এফসি। মুখে কিছু না বললেও দলের মনোভাব মাচ জিতেই মাঠ ছাড়বেন, তাঁদের বডি ল্যাঙ্গুয়েজে পরিস্কার।

আগের ম্যাচে মাঝমাঠের খেলায় তিনি খুশি নন বলে জানিয়েছিলেন। মহমেডান কোচ এদিন ইঙ্গিত দিলেন, মাঝমাঠে রদবদল হতে পারে বলে। তবে কাকে বসিয়ে কাকে খেলাবেন, তা অবশ্য খুলে বলতে চাননি। তিনি বলেন, ‘‘মাঝমাঠে কিছু সমস্যা রয়েছে। তা কাটিয়ে উঠতে হবে দ্রুত। পরিকল্পনা বদলের প্রয়োজন রয়েছে।’’ আইজলের দলটির অবশ্য আপাতত কোনও সমস্যা নেই। প্রথম দুটি ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আপাতত শীর্ষে তাঁরা। শনিবারের ম্যাচে জয়ের জন্যই ঝাঁপাবেন বলে জানিয়েছেন আইজলের কোচ। আইজলের দলটির পক্ষে তাদের ম্যানেজার মিংথানা বলেন, আমাদের দলটি বহুদিন ধরে একসঙ্গে খেলছে। ফলে বোঝাপড়ার দিক দিয়ে একটা ব সুবিধা পাওয়া যাচ্ছে। যা অন্য দলগুলির সঙ্গে দলের পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে।’’

এদিন ইউনাইটেড অনুশীলন করলেও তাদের কোচ সত্যব্রত ভৌমিক ব্যক্তিগত কারণে কলকাতা ফিরে গিয়েছেন।

তার অনুপস্থিতিতে অনুশীলন করান সহকারী কোচ। তবে তাতে কোনও অসুবিধা হবে না বলে মনে করছেন দলের অধিনায়ক এরিক ব্রাউন। আগের ম্যাচে দল জিতেছে। ফলে পিছনের দিকে তাকানোর কোনও মানে হয়না বলে মনে করছেন অধিনায়ক। তবে বিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না তারা। চানমারি একটি ম্যাচ জিতে রয়েছে। তাই তাদের সমীহ করছে দল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE