আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হননি। আর তার জেরেই দলবল নিয়ে মাঠ ছাড়তে গিয়ে বিতর্কে জড়ালেন ছত্তীসগঢ় অধিনায়ক মহম্মদ কাইফ। শেষ পর্যন্ত ম্যাচ রেফারির হস্তক্ষেপে ফের টিম নিয়ে মাঠে নামলেও শাস্তিস্বরূপ প্রাক্তন এই জাতীয় ক্রিকেটারকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি নীতিন গোয়েল।
যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে কর্নাটকের বিরুদ্ধে এ দিন শুরুতে ব্যাট করে ১৯৯ রানে ইনিংস শেষ হয় ছত্তীসগঢ়-এর। ঘটনার সূত্রপাত এর পরে কর্নাটক ইনিংসের ২.২ ওভারের মাথায়। স্কোরবোর্ডে তখন কর্নাটকের রান বিনা উইকেটে তিন। ছত্তীসগঢ় শিবিরের দাবি, ওই সময় ওঙ্কার ভার্মার বল কর্নাটক ব্যাটসম্যান ময়াঙ্ক অগ্রবালের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার মনোজ সিংহের হাতে গিয়েছিল। বোলার ও উইকেটকিপারের সঙ্গেই আউটের জন্য জোরালো দাবি তোলেন কাইফ। যা মানেননি ম্যাচের আম্পায়ার বীরেন্দ্র শর্মা। কাইফ এর পর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য দরবার করলেও লেগ আম্পায়ার উমেশ দুবের সঙ্গে আলোচনা করে কাইফের সেই আবেদনও নাকচ করে দেন বীরেন্দ্র। এর পরেই দলবল নিয়ে মাঠ ছাড়তে যান কাইফ। যার জেরে খেলা বন্ধ থাকে আট মিনিট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy