আশিস নেহরা। ছবি: এএফপি।
আশিস নেহরাকে নিয়ে মজা করতে গিয়ে টুইটারে ট্রোলড হলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিশেল জনসন। সোমবার নিজেদের মধ্যে বোলিংয়ের স্পিড নিয়ে টুইটে মজা করছিলেন জনসন এবং কিউই পেসার মিশেল ম্যাকলেনাঘান। ৩০-এর উর্ধ্বে কার বলের গতি বেশি মূলত সেই নিয়েই ঠাট্টায় মেতেছিলেন এই দুই তারকা ক্রিকেটার।
এরই মাঝে ব্যঙ্গের ভঙ্গিতে স্পিড স্টার হিসেবে আশিস নেহরার নাম তুলে আনেন প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোনস।
& ' 🤔🤣😎 😜
& ' 🤔🤣😎
& ' 🤔🤣😎 😜
আরও পড়ুন: অদ্ভুত এক রেকর্ড করলেন ওয়াহাব রিয়াজ, দেখুন ভিডিও
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটারদের এই ঘড়িগুলোর দাম শুনলে চমকে যাবেন
ডিনের মন্তব্যের পাল্টায় জনসন বলেন, “ওর রান আপ নিঃসন্দেহে দ্রুত।”
এর পরেই এক ভারতীয় সমর্থক বলেন, “ওর লাইন ও লেন্থ অনেকের থেকেই অনেক ভাল।”
His line and length is much better than others..
— Rakesh Rajpurohit (@RakeshPurohit55) October 9, 2017
প্রত্যুত্তরে ফের তাচ্ছিল্যের ভঙ্গিতে আশিস সম্পর্কে জনসন লেখেন, “হা হা হা! ৪০ এর উপর গড় এবং ৮০-এর কাছাকাছি স্ট্রাইক রেট যেমনটা আপনি জানেন। আমরা শুধু আলোচনা করছি।”
এর পরই জনসনকে কটাক্ষ করতে থাকেন ভারতীয় সমর্থকরা। এক জন টুইটারে জনসনকে উদ্দেশ করে লেখেন, “নেহরা দ্রুত গতি সমপন্ন কি না সেটা বিষয় নয়। নেহরা এখনও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত
এবং জনসন অবসর নিয়ে নিয়েছেন।”
Hey, whether Nehra is faster or not, he is still around and mitch is retired and out...
— Chirayu R. Mankad🇮🇳 (@cmankad) October 9, 2017
আর এক জন বলেন, “নেহরাজি এখনও খেলছেন, যেখানে শারীরিক ভাবে ফিট না থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন জনসন এবং আইপিএল-এ খেলার জন্য ভিক্ষা করছেন।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy