যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তাতে মন খারাপ পুরো দলের। তার মধ্যেই সুখবর দিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের সেরার শিরোপাটা তুলে নিলেন তিনি। মিরাজের এই সাফল্য অনেকটাই ভুলিয়ে দিয়েছে ফাইনালে না খেলতে পারার দুঃখ। দেশের যুব দলের হয়ে বিশ্বকাপে খেলা আর সেই টুর্নামেন্টের সেরা হওয়াটাও কম গর্বের নয়। এই স্বীকৃতি তাঁর এগিয়ে যাওয়ার স্বপ্নকে ভবিষ্যতে পথ দেখাবে এটাই মিরাজের বিশ্বাস। বাংলাদেশ ক্রিকেটের সেরা নাম সাকিব আল হাসানের ভক্ত মিরাজের সব থেকে বড় স্বপ্ন তাঁর মতো হওয়া। দেশের এক নম্বর অলরাউন্ডারকে দেখেই প্রতিদিন নতুন নতুন করে নিজেকে নিয়ে স্বপ্ন দেখার শুরু মিরাজের। তার পর জাতীয় যুব দল। এখন সামনে সিনিয়র দলে ঢুকে পরার খিদে। তবে এতটাও ভাবেননি। নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছে নিয়ে বিশ্বকাপে নেমেছিলেন। দল চ্যাম্পিয়ন হতে না পারায় হতাশ ছিলেন। কিন্তু ফাইনাল শেষে তাঁর নাম ঘোষণা হতেই যেন আকাশ ছুলো মিরাজের স্বপ্নের ফানুস। বলেন, ‘‘আমি রোমাঞ্চিত। জানতাম নিজের সেরাটা দিতেই হবে। কিন্তু এতটাও ভাবিনি।’’
ব্যাট হাতে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। করেছেন ২৪২ রান। রয়েছে ১২টি উইকেট। দলকে সেমিফাইনালে তোলার পিছনে মিরাজের অবদান ছিল অনস্বীকার্য। শুধু একটাই হতাশা, এত কাছে পৌঁছেও ফাইনাল না খেলতে পারা। তবে এখন সিনিয়র দলের একজন হয়ে সেই সাফল্য পেতে চান মিরাজ। মিরাজ বলেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়নের। আমরা বিশ্বকাপ পেতে চেয়েছিলাম। ভবিষ্যতে নিশ্চয় আমরা এই সাফল্য পাব।’’
আরও খবর
এশিয়া কাপে বাংলাদেশ দলে নেই তামিম
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy