বাইরের মাঠেও জয়ের ধারা বজায় রাখল মিনার্ভা পঞ্জাব এফসি। ছবি: এআইএফএফ সৌজন্যে।
অপ্রতিরোধ্য মিনার্ভা পঞ্জাব এফসি। ঘরের ম্যাচের ফর্ম বাইরের মাঠের ধরে রাখল মিনার্ভা। ইম্ফলে খুমান লামপাক মেন স্টেডিয়ামে নেরকা এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল পঞ্জাবের দলটি।
বাইরের মাঠে ম্যাচ হলেও এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মিনার্ভা পঞ্জাব। আর এরই সুবাদে ম্যাচের দু'মিনিটে গোল করে মিনার্ভাকে এগিয়ে দেন ভুটানের স্ট্রাইকার চেঞ্চো। গগনদীপের বাড়ানো বল জালে জড়াতে ভুল করেননি ভুটান থেকে এ দেশে খেলতে আসা এই তরুণ স্ট্রাইকার।
তবে, এই একটি মাত্র গোলেই শেষ পর্যন্ত নেরকাকে হারালেও গোলের ব্যবধান আরও বাড়াতে মিনার্ভা। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে অন্তত পক্ষে চারটি সহজ সুযোগ তৈরি করে মিনার্ভা। কিন্তু, বারবারই বক্সের কাছাকাছি গিয়ে খেই হারিয়ে ফেলেন ওপকু-আমনদীপরা।
আরও পড়ুন: নর্থইস্টকে হারিয়ে শীর্ষ স্থান ফিরে পেল বেঙ্গালুরু এফসি
আরও পড়ুন: মজার দলবদল তিন প্রধানেই
ম্যাচটি হারতে হলেও ঘরের মাঠে বেশ কিছু সুন্দর আক্রমণ তুলে আনে নেরকাও। গতি এবং পাসিং ফুটবলে গ্যালারিতে উপস্থিত সমর্থকদের মন জিতে নেয় আই লিগে প্রথম সুযোগ পাওয়া দলটি।
তবে দৃষ্টি নন্দন ফুটবল উপহার দিয়েও ঘরের মাঠে মিনার্ভাকে হারাতে পারল না নেরকা।
অন্য দিকে এই ম্যাচে জয়ের ফলে, ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকল মিনার্ভা পঞ্জাব। মিনার্ভার থেকে দু'টি ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল নেরকা এফসি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy