ভারত গৌরব হিসেবে তাঁর নাম ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এ বার জানা গেল ইস্টবেঙ্গল দিবসে ‘উড়ন্ত শিখ’ মিলখা সিংহের হাতে সেই ‘ভারত গৌরব’ সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা অগস্টের সেই অনুষ্ঠানে মিলখার সঙ্গে একই মঞ্চে সম্মানিত হবেন শ্যাম থাপা, শ্যামল ঘোষরাও। সম্মান জানানো হবে ময়দানের দুই সাংবাদিক এবং রেফারিকেও। ক্লাব সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তাঁকে সম্মানিত করা হবে শুনে একই সঙ্গে খুশি এবং উত্তেজিত ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা এই অ্যাথলিট। এ দিকে, টানা সাত বার কলকাতা লিগের জন্য ক্লাবের প্রস্তুতি চলছে পুরোদমে। রবিবার হাওড়া স্টেডিয়ামে দলের অনুশীলনে মর্গ্যানের অনুশীলনে তাঁর একদা সহকারী র়ঞ্জন চৌধুরীকে দেখা যাওয়ায় কিছুটা গুঞ্জন ময়দানে। এ দিন অনুশীলনে তাঁর এই প্রাক্তন সহকারীর সঙ্গে অনেকক্ষণ আলাদা দেখা যায় ট্রেভর মর্গ্যানকে। মর্গ্যান ও র়ঞ্জন নিজে অবশ্য বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে এড়িয়ে গেলেও, ময়দানে গু়ঞ্জন ফের সহকারী হিসেবে রঞ্জনের ব্যাপারে আগ্রহী লাল-হলুদ কোচ। যদিও ক্লাব কর্তারা এই গুঞ্জনের সত্যতা স্বীকার করেননি। এ দিকে সোমবার সকালেই পরিবার নিয়ে কলকাতা আসছেন মোহনবাগানের স্কটিশ স্ট্রাইকার ড্যারেল ডাফি। বিকেলে টিমের প্র্যাকটিস দেখতে ক্লাবে যেতে পারেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy