দুই নায়ক। ছবি: এপি।
সুয়ারেজের সোলো রান।
মেসির দুরন্ত শট।
বুধবার রাতের ভিসেন্তে কলদেরন সাক্ষী থাকল সেই বিধ্বংসী বার্সার। যারা একইসঙ্গে বিপক্ষকে নাস্তানাবুদও করল। আবার গ্যালারিতে উপস্থিত সমর্থকদের মন্ত্রমুগ্ধ করে রাখল।
কোপা দেল রে সেমিফাইনালের প্রথম পর্বে আটলেটিকো মাদ্রিদকে ২-১ হারাল বার্সেলোনা। প্রথমার্ধের শুরুতেই একার হাতে সুয়ারেজ আটলেটিকো রক্ষণ ভাঙেন। ছবির মতো সোলো রানে ১-০ এগিয়ে দেন দলকে। দু’জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বুটের আউটসাইড দিয়ে গোলটা করে যান সুয়ারেজ।
তার কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক জীবনে ফেরার মতোই মেসিও ফিরলেন গোলে। যাঁর নিঁখুত শট বাঁচাতে ব্যর্থ বিপক্ষ। আঁতোয়া গ্রিজম্যানের গোলে অবশ্য আশার আলো জ্বালিয়ে রাখল আটলেটিকো।
ম্যাচ শেষে লুইস এনরিকেও মেসির প্রশংসায় পঞ্চমুখ। জানিয়ে দিলেন, এলএম টেন মানেই এমন একজন প্রতিভা যে বড় ম্যাচে সেরাটা বের করে আনতে পারে। ‘‘স্পেশ্যাল ম্যাচ মানেই মেসির থেকেও স্পেশ্যাল পারফরম্যান্স পাওয়া যাবে। ও আবারও প্রমাণ করল কেন এত ভাল। ওকে প্রশংসা করার কোনও শব্দ নেই আমার কাছে,’’ বলছেন এনরিকে। আটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে আবার মানতে নারাজ টাই শেষ। সিমিওনে বলছেন, ‘‘কাপ মানেই এ রকম হয়। আমাদের কাছে ৩০, ৪০ শতাংশ সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। পরের লেগে আমরা সর্বশক্তি লাগিয়ে দেব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy