দাপট: ব্রাজিলের বিরুদ্ধে দুরন্ত ফর্মে আর্জেন্তাইন মহাতারকা মেসি। ছবি: গেটি ইমেজেস।
আর্জেন্তিনা ১
ব্রাজিল ০
মেলবোর্ন মহারণে ব্রাজিল বধের স্বপ্নপূরণ লিওনেল মেসি-দের!
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সাত মাস আগে ৩-০ গোলে আর্জেন্তিনাকে বিধ্বস্ত করেছিলেন নেমার দ্য সিলভা স্যান্টোসরা (জুনিয়র)। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ৯৫ হাজার দর্শকের সামনে আর্জেন্তিনার কোচ হিসেবে অভিষেক ম্যাচেই হারের বদলা নিলেন জর্জে সাম্পাওলি।
প্রদর্শনী ম্যাচ বলেই সম্ভবত সেরা অস্ত্র নেমারকে দলের সঙ্গে আনেননি ব্রাজিল কোচ আদেনর লিওনার্দো বাচ্চি (তিতে)। আর্জেন্তিনা কিন্তু পূর্ণশক্তির দল নিয়েই ম্যাচের শুরু থেকে ব্রাজিল বধের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিল। ফরওয়ার্ডে একা গঞ্জালো হিগুয়াইন-কে রেখে ৩-৪-২-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন সাম্পাওলি। মেসি খেললেন একটু পিছন থেকে। ব্রাজিলের কোচের অস্ত্র ছিল ৪-৩-৩ ফর্মেশন।
ম্যাচের ছয় মিনিটেই অ্যাঙ্খেল ডি’মারিয়ার শট ধাক্কা খায় পোস্টে। মেসি, ডি’মারিয়া ও পাওলো দিবালা-র দাপটে চাপে পড়ে যান ব্রাজিলের ডিফেন্ডাররা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে দি’মারিয়ার কর্নার থেকে বল পেয়ে ব্রাজিলের গোল লক্ষ করে শট মারেন নিকোলাস ওতামেন্দি। বল পোস্টে লেগে বেরিয়ে আসতেই গোলে ঠেলে দেন সেভিয়ার ডিফেন্ডার গ্র্যাব্রিয়েল মার্সেদো।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ব্রাজিল। ৫৯ মিনিটে গ্যাব্রিয়েল জেসাস সহজ গোল নষ্ট করেন। দু’মিনিটের মধ্যে উইলিয়ানের ফ্রি-কিক থেকে বল পেয়ে ফাঁকায় দাঁড়ানো জেসাস-কে দিয়েছিলেন থিয়াগো সিলভা। কিন্তু এ বারও লক্ষ্যভ্রষ্ট হন ম্যাঞ্চেস্টার সিটি তারকা। ৬২ মিনিটে প্রথমে জেসাসের শট পোস্টে ধাক্কা খেয়ে বেরিয়ে আসে। ফিরতি বলে উইলিয়ান যে শট নেন, তা-ও ধাক্কা লাগে পোস্টে। ম্যাচের এক বারে শেষ মুহূর্তে চোট পেয়ে মাঠ ছাড়েন জেসাস। ব্রাজিল-বধ করে দুরন্ত অভিষেকের পরেও আশ্চর্যজনক উচ্ছ্বাসহীন ছিলেন আর্জেন্তিনা কোচ। ম্যাচের পর তিনি বলেছেন, ‘‘ম্যাচটা কঠিন ছিল। জিতে ভাল লাগছে। প্রধান লক্ষ্য এখন ভবিষ্যতের দলটা গড়া। যাত্রা সবে শুরু হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy