Advertisement
০৩ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্র ওপেন

ছিটকে গেলেন শারাপোভা, জোড়া জয় পেলেন সানিয়া

সানিয়া মির্জা আর লিয়েন্ডার পেজের ডাবলস ও মিক্সড ডাবলস জয়ে ফ্লাশিং মেডোয় ভারতীয়দের দিনেই কিনা মুখ চুন করে কোর্ট ছাড়তে হল উইম্বলডন চ্যাম্পিয়নকে! অঘটনের চোরাবালি এড়াতে পারলেন না মারিয়া শারাপোভাও। পঞ্চম বাছাই শারাপোভা রবিবার প্রথম সেটটাই খুইয়ে বসেন দশম বাছাই ক্যারোলিন ওজনিয়াকির কাছে। পরের সেটে দারুণ ভাবে উঠে দাঁড়িয়ে জিতলেও শেষ পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম অধরা প্রাক্তন বিশ্বসেরার দাপট রুখতে না পেরে হারেন ৪-৬, ৬-২, ২-৬। শেষ আটে ওজনিয়াকির সামনে ইতালির সারা ইরানি।

শেষ আট মুঠোয়। ফ্লাশিং মেডোয় জকোভিচ। ছবি: এএফপি

শেষ আট মুঠোয়। ফ্লাশিং মেডোয় জকোভিচ। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৪
Share: Save:

সানিয়া মির্জা আর লিয়েন্ডার পেজের ডাবলস ও মিক্সড ডাবলস জয়ে ফ্লাশিং মেডোয় ভারতীয়দের দিনেই কিনা মুখ চুন করে কোর্ট ছাড়তে হল উইম্বলডন চ্যাম্পিয়নকে!

অঘটনের চোরাবালি এড়াতে পারলেন না মারিয়া শারাপোভাও। পঞ্চম বাছাই শারাপোভা রবিবার প্রথম সেটটাই খুইয়ে বসেন দশম বাছাই ক্যারোলিন ওজনিয়াকির কাছে। পরের সেটে দারুণ ভাবে উঠে দাঁড়িয়ে জিতলেও শেষ পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম অধরা প্রাক্তন বিশ্বসেরার দাপট রুখতে না পেরে হারেন ৪-৬, ৬-২, ২-৬। শেষ আটে ওজনিয়াকির সামনে ইতালির সারা ইরানি। রুশ গ্ল্যাম্যার কুইন থেকে আনা ইভানোভিচ, যুক্তরাষ্ট্র ওপেনে মেয়েদের বাছাই পতনের তালিকায় আছেন উইম্বলডনজয়ী পেত্রা কিভিতোভাও। তৃতীয় বাছাই চেক তৃতীয় রাউন্ডে ৪-৬, ৪-৬ হারেন বিশ্বের ১৪৫ নম্বর সার্ব আলেকসান্দ্রা ক্রুনিচের কাছে!

পুরুষদের ড্র-এর প্রথম বড় অঘটনে ছিটকে গেলেন চতুর্থ বাছাই ডেভিড ফেরার। রবিবার ফ্রান্সের জিল সিমঁ তাঁকে হারান ৬-৩, ৩-৬, ৬-১, ৬-৩। আর কোয়ার্টার ফাইনাল-যুদ্ধের দিকে আরও এগোলেন পুরুষদের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও অষ্টম বাছাই অ্যান্ডি মারে। ২০১১-র চ্যাম্পিয়ন জকোভিচ তৃতীয় রাউন্ডে মার্কিন স্যাম কোয়েরিকে ৬-৩, ৬-২, ৬-২ হারিয়ে বলেন, “স্যামের সার্ভিস দারুণ। কিন্তু নড়াচড়া করতে পারে না। তাই ওকে যতটা সম্ভব দৌড় করিয়েছি!” ২০১২-র চ্যাম্পিয়ন মারে রুশ আন্দ্রে কুজনেৎসভকে ৬-১, ৭-৫, ৪-৬, ৬-২ হারিয়ে নবম বাছাই জো উইলফ্রেড সঙ্গার সঙ্গে চতুর্থ রাউন্ডের লড়াই পাকা করে ফেলেন। চতুর্থ রাউন্ডে জকোভিচের সামনে জার্মান ফিলিপ কোলশ্রেইবার। তৃতীয় বাছাই ওয়ারিঙ্কা ওয়াকওভার পেলেন।

সেরেনা উইলিয়ামস স্বদেশী লেপচেঙ্কোকে ৬-৩, ৬-৩ উড়িয়ে চতুর্থ রাউন্ডে গেলেন। তবে সপ্তম বাছাই ইউজিনি বুশার্ডকে চাপে ফেলেন স্ট্রাইকোভা। ৬-২, ৬-৭ (২-৭), ৬-৪ জিতে কানাডিয়ান সুন্দরী মেনে নেন, “অবিশ্বাস্য বেশি আনফোর্সড এরর করেছি!” এলেনা ভেসনিনাকে ৬-১, ৬-১ হারালেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।

ডাবলসে সেরা চমক সানিয়া মির্জা! ডাবলস ও মিক্সড ডাবলসে জিতে ইনস্টাগ্রামে এক শিশু বক্সারের ছবি পোস্ট করে লেখেন, “লড়াইয়ে কে কত বড় সেটা আসল নয়। আসল হল কার মধ্যে কতটা লড়াই রয়েছে!” প্রথমে ক্যারোলিন গার্সিয়া-মনিকা নিকুলেস্কু জুটিকে ৬-১, ৬-২ হারিয়ে মেয়েদের ডাবলসের প্রিকোয়ার্টারে ওঠেন সানিয়া-কারা ব্ল্যাক। এর কিছুক্ষণ পরেই মিক্সড ডাবলসে ব্রুনো সুয়ারেজ-সানিয়ার শীর্ষ বাছাই জুটি কেসি ডেলাকুয়া-জেমি মারেকে ৬-২, ৭-৬ (৮) হারিয়ে শেষ আটে যায়। মিক্সড ডাবলসের শেষ আটে গেলেন লিয়েন্ডার পেজ-কারা ব্ল্যাকও। তাঁরা ৬-১, ৪-৬, ১০-৪ হারান আইসাম কুরেশি-আলা কুদ্রিয়েৎসেভা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE