Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ডোপ পরীক্ষায় ব্যর্থ মনপ্রীত চার বছর নির্বাসিত

এশীয় চ্যাম্পিয়ন শটপাটার মনপ্রীত কৌর চার বছরের জন্য নির্বাসিত। চারটি ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে মনপ্রীতকে নির্বাসিত করে জাতীয় ডোপ-বিরোধী সংস্থা (নাডা)।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ০২:৩৪
Share: Save:

এশীয় চ্যাম্পিয়ন শটপাটার মনপ্রীত কৌর চার বছরের জন্য নির্বাসিত। চারটি ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে মনপ্রীতকে নির্বাসিত করে জাতীয় ডোপ-বিরোধী সংস্থা (নাডা)। ২০ জুলাই ২০১৭ থেকে মনপ্রীতকে নির্বাসিত হিসেবে ধরা হবে। সে দিনের পর থেকে যে ক’টি পদক তিনি পেয়েছেন, প্রত্যেকটি নিয়ে নেওয়া হবে। মঙ্গলবার নাডা-র ডিরেক্টর নবীন আগরওয়াল বলেছেন, ‘‘হ্যাঁ, চার বছরের জন্য নির্বাসিত হয়েছেন মনপ্রীত।’’ ২০১৭ সালে চার বার ডোপ পরীক্ষা হয় মনপ্রীতের। কিন্তু এক বারও পাশ করতে পারেননি তারকা শটপাটার। ডোপ-বিরোধী আবেদন প্যানেলে তাঁর অভিযোগের বিরুদ্ধে আবেদন করার সুযোগ মনপ্রীতের রয়েছে। কিন্তু তিনি তা করবেন কি না বলা যাচ্ছে না। যে চারটি প্রতিযোগিতায় মনপ্রীত নেমেছিলেন, প্রত্যেকটিতেই সোনা জিতে ফিরেছেন।

অন্য বিষয়গুলি:

Manpreet Kaur National Anti-Doping Agency
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE