ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও এএফসি বোর্নমাউথের। কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল সেই খেলা। কারণ অবশ্যই নিরাপত্তা। ততক্ষণে মাঠে পৌঁছে গিয়েছে দুই দলসহ সমর্থকরা। কিন্তু হঠাৎই হুরোহুরি শুরু হয়ে যায় মাঠের নিরাপত্তারক্ষীদের। ফাঁকা করে দেওয়া হয় স্টেডিয়ামের দুটো স্ট্যান্ড। ঘটনার সূত্রপাত একটি সন্দেহজনক প্যাকেটকে ঘিরে।
ম্যাচ শুরুর আধঘণ্টা আগে স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ড ও স্ট্রিটফোর্ড স্ট্যান্ড দু’টি ফাঁকা করে দেওয়া হয়। যদিও অন্য স্ট্যান্ডের সমর্থকদের সিট ছাড়তে বলা হয়নি। কিন্তু ওই দুই গ্যালারির দিকে যাওয়া নিষিদ্ধ করা হয় সেই সময়। প্রিমিয়র লিগের বাকি সব ম্যাচই এদিন খেলা হলেও এই ম্যাচটি বাতিল হয়ে যায়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তরফে জানানো হয়েছে এই ম্যাচ বাতিলের কথা। পুলিশের তরফে সন্দেহজনক বস্তুটি খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর
বার্সাকে লা লিগা দিল সুয়ারেজ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy