প্যারিস সঁ জঁ-কে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে এক পা বাড়িয়ে রাখল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাতে তারা ২-১ ব্যবধানে হারিয়ে দিল পিএসজি-কে। গত বারের রানার্সদের এ বার ফাইনালে উঠতে গেলে কার্যত অসাধ্য সাধন করতে হবে। কারণ, বিপক্ষের মাঠে দুটি অ্যাওয়ে গোলের সুবাদে ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় পর্বে অনেকটাই এগিয়ে থেকে নামবে সিটি।
পার্ক দ্য প্রাঁসে বুধবার এগিয়ে গিয়েছিলেন নেমাররাই। হেডে বিপক্ষের জালে বল ঠেলে পিএসজি-কে এগিয়ে দেন মারকুইনহোস। কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য সিটিকে দেখা যায়। খেলার ছক বদলে মরিসিও পোচেত্তিনোর দলকে চাপে ফেলে দেন পেপ গুয়ারদিওলা। সিটির হয়ে সমতা ফেরান কেভিন দ্য ব্রুইন। বাঁকানো ফ্রিকিক থেকে জয়সূচক গোল করেন রিয়াদ মাহরেজ। পিএসজি-র পক্ষে আরও খারাপ খবর, ম্যাচের ৭৭ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইদ্রিসা গায়া। ফলে দ্বিতীয় পর্বে তাঁকে পাওয়া যাবে না।
ম্যাচের পর গুয়ারদিওলা বলেছেন, “প্রথমার্ধের শেষ ১০ মিনিট ভাল খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে অসাধারণ খেলেছে ছেলেরা। দুটি অ্যাওয়ে গোল করেছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনও ৯০ মিনিট বাকি। পিএসজি-কে হিসেবের বাইরে রাখলে ভুল হবে।”
🔵 Kevin De Bruyne has scored 3 goals against Paris in 3 games ⚽️@ManCity | #UCL pic.twitter.com/Wry5bUon8c
— UEFA Champions League (@ChampionsLeague) April 28, 2021