পোষ্যদের প্রতি অগাধ ভালবাসা রয়েছে তরুণীর। বাড়িতে তিনটি কুকুর পোষেন তিনি। তাদের মধ্যে দু’টি স্ত্রী এবং একটি পুরুষ। তিনটি পোষ্য নিয়ে সর্বদাই ব্যস্ত থাকেন তরুণী। দামি খাবারের পাশাপাশি তাদের জন্য তরুণী আলাদা ভাবে পোশাক বানান। শুধু তাই নয়, দু’টি স্ত্রী কুকুরের জন্য কেনেন সাজগোজের সরঞ্জামও। পোশাক রাখার জন্য কুকুরদের জন্য তৈরি করা হয়েছে একটি বড় আলমারি। সেই আলমারিটি আলাদা একটি ঘরের মতো। সেই ঘরে নিয়ে কুকুরদের জামাকাপড় পরানো হয়।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম ইকেমোচি। চিনের বাসিন্দা তিনি। ছ’বছরের মোচি, পাঁচ বছর বয়সি মিল্কি এবং তিন বছরের পিগির সঙ্গে থাকেন তরুণী। মোচি, মিল্কি এবং পিগি সেই তরুণীর পোষ্য কুকুর। তরুণী জানান, সব মিলিয়ে তিনটি কুকুরের মোট আড়াই হাজার পোশাক রয়েছে।
অনলাইনে জামাকাপড় কিনলেও তরুণী তাঁর পোষ্যদের জামাকাপড় কিনতে দক্ষিণ কোরিয়া এবং জাপানে যান। পোশাক ছাড়াও জুতো, সাজগোজের সরঞ্জামের জন্য খরচ করেন তরুণী। পোষ্যদের জন্য একটি আলাদা আলমারিও তৈরি করেছেন তিনি। জানা গিয়েছে, পোষ্যদের প্রতি প্রেম থেকেই এ সব করেন তরুণী। এখনও পর্যন্ত পোষ্যদের যত্ন নেওয়ার জন্য ২ লক্ষ ৮০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৪১ লক্ষ টাকা) খরচ করেছেন তিনি।